NewsWest Bengal

মোদীকে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের।

বিজ্ঞাপন

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে মাত্র। প্রস্তুতি চলছে তৃতীয় দফার ভোটের৷ এরমধ্যেই দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নারায়ণপুরের জনসভায় দলের হয়ে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানেই এবারে বাংলার থেকে প্রার্থী হওয়ার জন্য তাকে অনুরোধ জানালেন মুকুল রায়৷

আরও পড়ুন – ভারতের একাধিক রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি জইশ-ই-মহম্মদ-এর।

এদিনের এই জনসভায় মুকুল রায় বলেন যে বাংলায় কোনে গণতন্ত্র নেই। তাঁর মতে এখন বাংলাকে বাঁচাতে পারে একমাত্র নরেন্দ্র মোদী , তাই প্রধানমন্ত্রীকে এবারে বাংলার প্রার্থী হওয়ার অনুরোধ মুকুলের। যদিও এই বিষয়ে নরেন্দ্র মোদী কোনো বক্তব্য করেননি৷ তিনি কোন লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন সেটিও এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন – পুলওয়ামার পর ফের একই ধাঁচে জঙ্গি হানার আশঙ্কা শ্রীনগরে।

এই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। তিনি মন্তব্য করেন যে, নিজেদের লোক দিয়ে প্রচার করিয়ে আর লাভ না হওয়ায় এবারে দেশের আইনকানুন ভেঙে বিদেশী অভিনেতাদের দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল৷ সঙ্গে এদিনের জনসভায় চিটফান্ড নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading