ভাইরাল

নজিরবিহীন! সম্বলপুরী শাড়ি পরেই ম্যাঞ্চেস্টার ম্যারাথনে দৌড়লেন ভারতীয় মহিলা, অভিবাদন নেটিজেনদের, ভাইরাল ভিডিও

মুখে একগাল হাসি নিয়ে ম্যাঞ্চেস্টার ম্যারাথনে দৌড়চ্ছেন এক মহিলা। না, এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়। তবে সেই মহিলার পোশাকের দিকে চোখ পড়তেই চমকে উঠলেন সকলে। লাল টুকটুকে সম্বলপুরী শাড়ি পরেই ম্যারাথনে দৌড়চ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও।

আধুনিক যুগের মহিলাদের মধ্যে অনেকেই শাড়িতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর তা পরে নাচ বা দৌড়নো তো অনেক দূরের ব্যাপার। তবে এবার সেই শাড়ি পরেই ৪২.৫ কিলোমিটার দৌড়ে নজির গড়লেন মধুস্মিতা জেনা। ম্যাঞ্চেস্টার ম্যারাথনে তাঁর দৌড়নোর ভিডিও ভাইরাল। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এভাবেই সম্মান জানিয়েছেন তিনি।

মধুস্মিতা জেনার জন্ম ওড়িশার কেন্দ্রাপাড়ায়। বয়স ৪১। তবে বর্তমানে তিনি ম্যাঞ্চেস্টারের বাসিন্দা। পেশায় স্কুলশিক্ষিকা। গত ১৬ এপ্রিল ম্যাঞ্চেস্টার ম্যারাথনে তাঁকে লাল রঙের সম্বলপুরী শাড়ি পরে দৌড়তে দেখা যায়। ৪২.৫ কিলোমিটার রাস্তা ৪ ঘণ্টা ৫০ মিনিটে দৌড়েছেন তিনি। দৌড়নোর সময় তাঁর মুখে ফুটে ওঠে প্রশস্ত হাসি। শাড়ি পরে তাঁর সেই দৌড়নোর ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগে নি।

তাঁর ভিডিও দেখে সকলেই একবাক্যে বলেছেন যে এই তরুণী ওড়িশার গর্ব। কেউ কেউ মন্তব্য করেছেন, ইংল্যান্ডের মাটিতে শাড়ি পরে দৌড়ে ভারতের সংস্কৃতি এবং ঐতিহ্যকে সফল ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন মধুস্মিতা। সব মিলিয়ে বিলেত ও ভারতে হইচই পড়ে গিয়েছে ওড়িশার এই মেয়েকে নিয়ে। সকলেই অভিবাদন জানিয়েছেন তাঁকে। উল্লেখ্য, এর আগেও অনেকবার ম্যারাথন দৌড়েছেন মধুস্মিতা জেনা। আল্ট্রা ম্যারাথনেও অংশ নিয়েছেন তিনি।

শাড়ি পরে ম্যারথনে দৌড়ানো প্রসঙ্গে মধুস্মিতা জানান, এই বিষয়ে তাঁর অনুপ্রেরণা তাঁর মা এবং ঠাকুমা। তাঁরা শাড়ি পরে সব কাজ করতেন। মধুস্মিতা বলেন, “অনেকে বলে থাকেন শাড়ি পরে দৌড়ানো যায় না। ম্যারাথনে দৌড়ে আমি তাঁদের ভুল প্রমাণ করেছি”।

Back to top button
%d bloggers like this: