আজ ধর্মতলায় শহিদ দিবস পালন করা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রতিবারের মতো এবারেও এই শহিদ দিবসে যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন তৃণমূল সমর্থকেরা। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বাড়ছে সমর্থকদের ভিড়।
সকাল থেকেই রয়েছে আকাশ মেঘলা সঙ্গে মাঝে মাঝেই বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই আজ ধর্মতলা চত্বরে সকাল থেকেই ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা এসেছেন৷ বৃষ্টি থাকলেও তাদের সবার মুখে একটিই বক্তব্য, “দিদি ডেকেছেন, আমরা এসেছি। বৃষ্টিটা কোনো সমস্যাই নয়৷ সভার শুরু থেকে শেষ অবধি আমরা থাকবো। “
সকাল অবধি সেভাবে ভিড় জমায় মোটামুটি স্বাভাবিক ছিল ধর্মতলার যান চলাচল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে ভিড় বৃদ্ধি পেলে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।