কলকাতা

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ, শনিবার অতিরিক্ত মেট্রো চলবে শহরে, জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ

আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে শনিবার করে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে আগামী ১৮ই মার্চ শনিবার ও ২৫শে মার্চ শনিবার ৮টি বিশেষ মেট্রো চালানো হবে শহরে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলাচল করবে এই মেট্রোগুলি।

শনিবার সাধারণত অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলে। তবে অনেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীই মেট্রোতে যাতায়াত করবে। তাদের কথা মাথায় রেখেই ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিল মেট্রো রেল।

এই দুই শনিবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে চলবে যে চারটি ট্রেন চলবে, তার মধ্যে প্রথমটি ৯টা ৫০ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে এই মেট্রো আর সেটি যাবে কবি সুভাষ পর্যন্ত। এরপর ফের বেলা ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাবে একটি মেট্রো।

অন্যদিকে, সকাল ১০টায় কবি সুভাষ থেকে একটি মেট্রো ছাড়বে  যা যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। এরপর ফের বেলা ১০টা ৫৫টায় কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো ছাড়বে।

এরপর ফের বেলা ৩টে ১০ মিনিটে কবি সুভাষ থেকে একটি মেট্রো ছাড়বে যা যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। আবার বিকেল ৪টে ১২ মিনিটে এই রুটে আরও একটি অতিরিক্ত মেট্রো ছাড়বে। অন্যদিকে আবার বেলা ৩টে ৪ মিনিটে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে মেট্রো এবং সেটি কবি সুভাষ পর্যন্ত যাবে। এই রুটে ৪টে ১৫ মিনিটেও একটি মেট্রো ছাড়বে বলে জানা গিয়েছে।

শনিবার এমনিতে আপ ও ডাউনে ২৩৪টি মেট্রো চলাচল করে। সেগুলি তো চলবেই। তার সঙ্গে উক্ত দুই শনিবারে আরও ৪ জোড়া মেট্রো চলবে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

Back to top button
%d bloggers like this: