দেশ

ফের খাদে বাস পরে মৃত তিন স্কুল পড়ুয়া সহ ৪ জন।

ফের হিমাচলপ্রদেশে খাদে বাস পরে মৃত ৩ জন স্কুল পড়ুয়া সহ মোট ৪ জন। কিছুদিন আগেই হিমাচলে এক বাস খাদে পরে মৃত্যু হয়েছিক বহু যাত্রীর। এরপরই কাশ্মীরের পুঞ্চে খাদে বাস পরে মৃত্যু হয় ১১ জন পড়ুয়ার। এবারে ফের একই ভাবে খাদে বাস পরে হিমাচলপ্রদেশে মৃত্যু হলো তিন স্কুল পড়ুয়ার।

 

ঘটনাটি ঘটেছে হিমাচলপ্রদেশের সিমলার খালিনি গ্রামের নিকট। বাসটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন স্কুল পড়ুয়া সহ বাস চালকের। আহত হন একাধিক। বাসটিতে স্কুল পড়ুয়াদের সংখ্যা বেশি থাকায় আহতদের মধ্যেও বেশি রয়েছেন স্কুল পড়ুয়ারা৷ আহত কনডাক্টর সহ সেসমস্ত স্কুল পড়ুয়ারা চিকিৎসাধীন রয়েছেন নিকটবর্তী হাসপাতালে।

উদ্ধার কাজ এখনও চলছে বলে খবর। মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে বলে আশঙ্কা। কিছুদিনের ব্যবধানের দুবার একই ভাবে দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

Leave a Reply

Back to top button
%d