দেশ

শ্রদ্ধাকাণ্ডের ছায়া মুম্বইতে! প্রেমিকাকে খুন করে দেহ খাটের গদির মধ্যে লুকিয়ে রাখল যুবক

শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার মুম্বইয়ের নিকটবর্তী অঞ্চলে। ফের এক নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দেশ। লিভ ইন সঙ্গীকে খুন করে খাটের গদির মধ্যে লুকিয়ে রাখল বছর ৩৭-এর যুবক। অভিযোগ, হার্দিক শাহ নামের এক যুবক তার প্রেমিকাকে খুন করে দেহ লুকিয়ে পালানোর ছক কষছিল। তবে শেষরক্ষা হয়নি। যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে।

কিন্তু কেন এমন পরিণতি হয় ওই তরুণীর?

পুলিশের এক বিবৃতি থেকে  জানা গিয়েছে, মেঘা নামের ওই তরুণী নার্সের কাজ করতেন। তাঁর বয়স ৩৮। কিন্তু কোনও চাকরি ছিল না হার্দিকের। আর এই নিয়েই মাঝে মাঝেই ঝগড়াঝাঁটি লেগে থাকত দু’জনের মধ্যে। তিন বছরের সম্পর্ক ছিল তাদের। গত ৬ মাস ধরে তাঁরা লিভ-ইন করছিলেন। মাসখানেক ধরে বর্তমান বাড়িটিতে ভাড়া থাকছিলেন দু’জনে।

পুলিশের অনুমান, ঘটনার দিনও ঝগড়া হয় হার্দিক ও মেঘার মধ্যে। আর তারপরই মেঘাকে খুন করে হার্দিক। খুন করার পর দেহটি খাটের গদির ভিতরে লুকিয়ে রাখে সে। জানা গিয়েছে, ঘরের নানান আসবাব পত্র বিক্রি করে সেই টাকা নিয়ে পালানোর পরিকল্পনা করছিল সে।

তবে শেষরক্ষা হয়নি। এর আগেই খবর চলে যায় পুলিশের কাছে। এরপরই হার্দিককে গ্রেফতার করে রেল পুলিশ। হার্দিকের প্রতিবেশীদের কথা অনুযায়ী, মাঝেমধ্যেই হার্দিক ও মেঘার মধ্যে ঝগড়া লেগেই থাকত।

অন্যদিকে, গতকাল, মঙ্গলবারই দিল্লিতে এক ধাবার ফ্রিজের ভিতর থেকে রেস্তোরাঁর মালিকের প্রেমিকার টুকরো টুকরো দেহ উদ্ধার হয়। ধাবার মালিকের নাম সাহিল গেহলট। তাকে গ্রেফতার করেছে পুলিশ। অনুমান, খুনের প্রমাণ লোপাট করার জন্যই ধাবার বিরাট ফ্রিজে প্রেমিকার দেহ টুকরো টুকরো করে রাখে সাহিল। সেই ঘটনার পর এবার সামনে এল মুম্বইয়ের এই ঘটনা।

Back to top button
%d