লটারি সংবাদ Lottery Sambad 23 JULY 11:55 AM & 4 PM Result

আপনার হাতে রয়েছে কয়েকটা নম্বর। আর সেই নম্বরই আপনাকে এনে দিতে পারে নগদ অনেক টাকা। এই নম্বরের খেলা আপনার জন্য নিয়ে এসেছে স্বয়ং লটারি সংবাদ রাজ্য সরকারের লটারি দপ্তর। দিনে দুবার আপনি এই নম্বরের খেলা মানে লটারির খেলা খেলতে পারেন। প্রতিদিন সকাল ১১.৫৫ তে একবার আর বিকেল ৪ টায় দ্বিতীয়বার, সিকিম রাজ্য সরকারের তত্বাবধানে অনুষ্ঠিত হয় এই লটারি। তাই আপনি যদি আজকে, নম্বরের সাথে খেলে নিজের ভাগ্যকে যাচাই করে দেখতে চান, তাহলে খেলতে পারেন আজকের সিকিম রাজ্য লটারি।
২৪ জুলাই ২০২৩-এর আজকের লটারি সংবাদ
লটারি সংবাদ 24 JULY 11:55 AM & 4 PM Result
সিকিম রাজ্য লটারি শুধু সিকিম কিংবা পূর্ব ভারতেই নয় সমগ্র ভারতে সমানভাবে জনপ্রিয়। ভারতের মোট ১৩টি রাজ্যে লটারির খেলা অনুষ্ঠিত হয়। এই রাজ্য লটারির দাম মাত্র ৬টাকা। আর এই ৬ টাকা আপনাকে করে দিতে পারে অনেক টাকা জেতার সুযোগ।
আজ আপনি দুবার সিকিম রাজ্য লটারি খেলতে পারেন। আজকে সকাল ১১:৫৫ তে Dear Precious Morning লটারি এবং বিকেল ৪ টে Dear Success লটারি।
সিকিম রাজ্য লটারির (Sikkim State Lottery Result) অফিসের ঠিকানা গ্যাংটক – ৭৩৭১০২। সিকিম রাজ্য লটারির পরিচালক দ্বারা এই লটারি অনুষ্ঠিত এবং পরিচালিত হয়।
তাহলে জেনে নিন লটারির ফলাফল প্রকাশের সময় ও তার পুরস্কার মূল্যগুলি,
●‘ডিয়ার প্রেসিয়াস মর্নিং’
আজকের প্রথম লটারি হল ‘ডিয়ার প্রেসিয়াস মর্নিং’ লটারি। এই লটারিটির ফলাফল প্রতি বৃহস্পতিবার সকাল ১১:৫৫ তে প্রকাশিত হয়। এই লটারিতে আপনি সর্বনিম্ন ১২০ টাকা থেকে সর্বোচ্চ ১ কোটি টাকা অবধি পুরস্কার মূল্য জিতে নিতে পারেন। এই লটারির বিজেতা পেয়ে যাবেন ১ কোটি টাকার নগদ পুরস্কার। এছাড়াও রয়েছে দ্বিতীয় পুরস্কার ৯,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৫০০ টাকা, চতুর্থ পুরস্কার ২৫০ টাকা, পঞ্চম পুরস্কার ১২০ টাকা। এই পাঁচটি পুরস্কার বাদে রয়েছে ১,০০০ টাকা মূল্যের বিশেষ পুরস্কারও ।
তাই আজকের লটারিতে আপনি জিতলেন কিনা তা জানতে দেখে নিতে পারেন lotterysambadguru.com
●’ডিয়ার সাকসেস’
আজকের দিনের দ্বিতীয় লটারি হল ‘ডিয়ার সাকসেস’ লটারি, যেটির ফলাফল প্রতি বৃহস্পতিবার বিকেল ৪ টেতে ঘোষিত হয়। নামের মতোই এই লটারি আপনাকে এনে দিতে পারে অনেক সাফল্য, অনেক পুরস্কার। এই লটারি যদি আপনি জিতে যান তবে আপনি পাবেন পুরো ১ কোটি নগদ টাকা। তবে প্রথম পুরস্কার না পেলেও থাকছে আরও কিছু পুরস্কার। যেমন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে যথাক্রমে ৯,০০০ এবং ৫০০ টাকা, চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে রয়েছে ২৫০ টাকা এবং ১২০ টাকা। এছাড়া বিশেষ সান্ত্বনা পুরস্কার হিসেবে পুরো ১,০০০ টাকা। তাই যদি আপনি আজকের লটারির টিকিট কিনে থাকেন তবে বিকেল ৪ টায় দেখে নিতে পারেন তার ফলাফল লটারি সংবাদের ওয়েবসাইটে lotterysambadguru.com
তবে পুরস্কার মূল্য সংগ্রহের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে।
টিকিট কেনার সময় অনলাইনে উপলব্ধ ফর্মের অনুলিপিটা সংগ্রহ করতে হবে। কারণ আপনার টিকিটের সাথে সেটি নিয়ে যাওয়াটা বাধ্যতামূলক। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হল টিকিট । টিকিট যদি ছিঁড়ে যায় তবে আপনি কোনো পয়সাই পাবেন না। আর শেষ কথা হলো আপনার দাবি ফর্মের সাথে, আপনাকে একটি ফটো আইডি এবং পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে।