কলকাতা এফ এফ রেজাল্ট 19 February 2021: দেখুন আজকের কলকাতা ফটাফট Live

সহজে টাকা আয় করতে আমরা সকলেই ভালোবাসি। তাও যদি হয় কলকাতা এফ এফ লটারির (Kolkata FF Lottery) মাধ্যমে। অল্প টাকা খরচা করে লক্ষাধিক টাকা আমাদের ঘরে আসতে পারে একমাত্র লটারির মাধ্যমে। এরকমই একটা লটারি হল কলকাতা এফ এফ লটারি (Kolkata FF Lottery)। যদিও এটা কিন্তু একটি বেআইনি লটারি তবুও কলকাতায় বিভিন্ন দোকানে শুরু হয়েছে এই লটারি খেলা। যা আইনত দন্ডনীয় অপরাধ।
আজকের কলকাতা এফ এফ রেজাল্ট
লকডাউনের পর আবার কলকাতায় কলকাতা এফ এফ লটারি (Kolkata FF Lottery) খেলা শুরু হয়েছে এবং পুরনো জনপ্রিয়তার কারণে এটি অন্যান্য কোম্পানিগুলোকেও ফেল করে দিচ্ছে। টাকা পয়সা পাওয়ার জন্য এই লটারি হল সেরা লটারি। অনলাইনে সার্চ করলেই কলকাতায় কোথায় ফটাফট লটারি টিকিট পাওয়া যাবে তা আপনি দেখে নিতে পারবেন। সারা দিনে মোট আটবার খেলা হয় তাই টাকা জেতার সুযোগ প্রচুর। দিনে আট বার তো আপনি সুযোগই পাচ্ছেন টাকা জেতার।
সকাল দশটা থেকে শুরু হয় খেলা চলে রাত সাড়ে আটটা পর্যন্ত। দেখুন তো আজ খেলায় আপনি জিতলেন কীনা। তবে এই লটারি খেলা আইনত দন্ডনীয় অপরাধ তাই আমরা আপনাকে এই খেলায় অংশগ্রহণ করতে উৎসাহিত করছি না। পুলিশ যদি জানতে পারে আপনি কলকাতা এফ এফ লটারি (Kolkata FF Lottery) খেলছেন তাহলে কিন্তু সোজা আপনার হাজতবাস হতে পারে।