নিজের বাড়িতেই একা থাকার সুযোগ নিয়ে এক দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে কুপিয়ে খুন করার চেষ্টা দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমার সিঙ্গারকোন গ্রামে৷ গতকাল তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তার নিজের বাড়ি থেকেই।
ছাত্রীটির মা জানিয়েছেন যে, স্কুল ছুটি থাকায় রোজের মতো কালও মেয়েটি একাই বাড়িতে ছিল। মেয়েটির মা গিয়েছিলেন পরিচারিকার কাজে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে তিনি বিছানায় মেয়ের রক্তাক্ত এবং অর্ধনগ্ন দেহ পরে থাকতে দেখেন৷ সেই দৃশ্য দেখে মেয়েটির মা আতঙ্কে চিৎকার করতে শুরু করলে হাজির হন প্রতিবেশিরা। তারাই মেয়েটিকে নিয়ে যান কালনা মহকুমা হাসপাতালে৷
এরপর তাকে কালনা হাসপাতাল থেকে পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর যে, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক৷ মেয়েটির মায়ের অভিযোগ যে, তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুনের চেষ্টা করেছে দুষ্কৃতিরা৷ আপাতত এই ঘটনায় এখনও অবধি কাউকে আটক করেনি পুলিশ৷