রাজ্য

ভোট ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ হিংসা! পতাকা ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে উত্তপ্ত কেশবপুর, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সমর্থকদের মারধরের অভিযোগ

ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ এবারের ঘটনাস্থল আরামবাগের কেশবপুর। পতাকা ফেস্টুন টাঙানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গেরুয়া সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

প্রসঙ্গত, শুক্রবার মলয়পুরে প্রচারে আসার কথা আরামবাগ কেন্দ্রের বিজেপি প্রার্থী মধুসুদন বাগের। পদ্ম শিবিরের দাবি, সেই উপলক্ষ্যেই এলাকা পতাকা ও ফেস্টুন দিয়ে সাজাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই সময় কিছু বলেনি তৃণমূল। পরে ওই বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি গিয়ে তাদের মারধর করে শাসক দলের সমর্থকরা। এই মারধররের ঘটনায় মোট ৩ বিজেপি কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে আহত এক বিজেপি কর্মীর আঘাত গুরুতর।‌ ইতিমধ্যেই তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- প্রচারে বেরিয়ে বিপত্তি, যশকে কাছে পেয়েই জড়িয়ে ধরে চুম্বনে ভরিয়ে দিলেন মহিলা অনুরাগী, তারপর? 

আহত বিজেপি কর্মী সন্তান মালিকের দাবি, বিজেপির পতাকা, ফেস্টুন টাঙানোর অভিযোগেই আমাদের মারধর করা হয়। বাড়িতে এসে তৃণমূল কর্মীরা আমাদের মারধর করে। পরিস্থিতি সামাল দিতে হাজির হয় আরামবাগ থানার পুলিশ।

আরও পড়ুন-WB Election 2021: ‘ঝাঁটা নিয়ে আয় তো’, দশ বছরে কোনও কাজ করেনি, ভোট প্রচারে গিয়ে জনগণের ক্ষোভের মুখে তৃণমূল মন্ত্রী অসীমা পাত্র

তবে যথারীতি ঘটনার কথা অস্বীকার করেছে শাসক দল। এই ঘটনা প্রসঙ্গে  তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, গোটা ঘটনাটাই সাজানো। বিজেপির নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আমাদের পতাকা খুলে ওরা বিজেপির পতাকা টাঙাচ্ছিল। তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয়। মারধরের কোনও ঘটনা ঘটেনি। আগামী ৬ই এপ্রিল এলাকায় ভোট। মানুষ এর জবাব দেবে।

Back to top button
%d