‘খেলব, আরও ভয়ঙ্কর খেলব, ঘরে ঘরে খেলব, চারজন মিলে খেলব’! প্রকাশ্য জনসভায় উক্তি অনুব্রত’র

বাংলায় বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক নেতাদের আক্রমণের ঝাঁঝও ততই বাড়ছে। তবে বঙ্গ বিধানসভার লড়াইয়ে এবার সবচেয়ে জনপ্রিয় উক্তি হল খেলা হবে! প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবার মুখে এক কথা। তারতম্য শুধু উচ্চারণে!
যেহেতু এই স্লোগান এর রচয়িতা একজন তৃণমূল নেতা তাই এই স্লোগানকে সামনে রেখেই প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। এই পরিস্থিতিতে শুধু খেলা নয়, এবার খেলা হবে আরও ভয়ঙ্কর বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি তথা বাংলার অন্যতম বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে
যখন নন্দীগ্রামে আহত মুখ্যমন্ত্রী বলছেন, ভাঙা পায়েই খেলা হবে। বিজেপির কেন্দ্রীয় নেতারা বলছেন, জোর খেলা হবে। আর তার মধ্যেই বাঁকুড়ার রানীবাঁধে তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলে বসলেন, ‘খেলব। আরও ভয়ঙ্কর খেলব। ঘরে ঘরে খেলব, চারজন মিলে খেলব।’ বিজেপির অভিযোগ, এই খেলা হবে বলে শাসকদল প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে।
আরও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা
প্রসঙ্গত, এদিন নাম না করে কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অনুব্রত বলেন, ‘পারলে আটকে দেখাক। এই মাটিতেই খেলব, সবার সঙ্গে খেলব।’ এই মন্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার যে, খেলাটা হবে বিজেপি এবং সংযুক্ত মোর্চার সঙ্গে। তবে কেমন খেলা হবে তা নিয়ে কোনও মন্তব্য কেউ করেননি। আজ পুরুলিয়ায় অবশ্য প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘দিদি বলছেন খেলা হবে, আমরা বলছি চাকরি, বিকাশ হবে।’ খেলা বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।