রাজ্য

হাল ছেড়ো না! প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করতে এলেন না বর, ২০ কিলোমিটার পথ ধাওয়া করে যুবককে বিয়ে করেই ছাড়লেন তরুণী

আড়াই বছর ধরে প্রেম করেছেন। এরপর দুজনেই ঠিক করেছিলেন যে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সেই নিয়ে দুই পরিবারের তরফে সব তোড়জোড়ও শুরু হয়। অবশেষে আসে বিয়ের দিন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও বর আর আসে না মণ্ডপে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন পাত্রের দেখা মিলল না। তখন এক পদক্ষেপ নেন পাত্রী।

বিয়ের সাজেই মণ্ডপ থেকে বেরিয়ে যান তিনি। উদ্দেশ্য পাত্রকে খুঁজে বের করা। জানা যাচ্ছে, প্রায় ২০ কিলোমিটার রাস্তা পাত্রের পিছনে ধাওয়া করে তাঁকে খুঁজে বের করেন পাত্রী। পাত্রকে পাকড়াও করে ফিরে এলেন বিয়ের মণ্ডপে। সেখানেই যুবককে বিয়ে করলেন ওই তরুণী।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। জানা গিয়েছে, আড়াই বছরের প্রেম ওই যুগলের। দুজনেই মতেই বিয়ের স্থির হয়। কিন্তু বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে, ততই বিয়ের দায়িত্ব নিতে ভয় পাচ্ছিলেন যুবক। সেই কারণেই পালিয়ে যান।

নিজের এই ভয়ের কথা হবু স্ত্রীকে বলেননি যুবক। বরং বলেছিলেন, নিজের মাকে মণ্ডপে নিয়ে আসতে যাচ্ছেন তিনি। তবে কনে সেকথা বিশ্বাস করেননি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বরের দেখা মেলেনি, তখন তাঁকে নিজেই খুঁজতে বেরিয়ে পড়েন তরুণী।

সূত্রের খবর, প্রায় ২০ কিলোমিটার রাস্তা ধাওয়া করার পর বরেলির সীমান্তে একটি থানার কাছে দাঁড়িয়ে থাকা বাসের ভিতর খুঁজে পাওয়া যায় বরকে। বর-কনের বাকবিতণ্ডা শুরু হয়। প্রায় ২ ঘণ্টা কথাকাটাকাটি চলার পর কনে, তাঁর পরিবার ও বরের পরিবারের লোকজন পাত্রকে বরেলি শহরের বাইরে একটি মন্দিরে নিয়ে যান। বরের পরিবার বিয়েতে সম্মতি দেন। এরপর মন্দিরেই বিয়ে হয় দু’জনের।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখা যাচ্ছে, সাধারণ পোশাক পরেই বিয়েতে বসেছেন বর। এই ঘটনায় অনেকেই তরুণীর সাহসের প্রশংসা করেছেন। তাঁর এই হাল না ছাড়ার বিষয়কে বাহবা জানিয়েছেন নেটিজেনরা। তবে অন্যদিকে আবার বরের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনার সমালোচনাও করেছেন অনেকেই।

Back to top button
%d bloggers like this: