বিরোধী শিবিরের সুবিধা: পোলিং এজেন্ট হওয়ার নিয়মে পরিবর্তন আনল কমিশন

বঙ্গে দুর্নীতি মুক্ত সুষ্ঠু নির্বাচন করার আশায় একাধিক নিয়ম বিধি জারি করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে পোলিং এজেন্ট নিয়োগের নিয়মে পরিবর্তন আনল নির্বাচন কমিশন। কোনো বিধানসভা কেন্দ্রের যে কোনো ভোটদাতা শর্ত সাপেক্ষে যে কোনো কেন্দ্রের প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন। এর আগে অবশ্য পোলিং এজেন্ট হওয়ার নিয়ম ছিল, যিনি পোলিং এজেন্ট হিসাবে বুথে থাকবেন তাকে সেই বুথের অথবা পার্শ্ববর্তী বুথের ভোটদাতা হতে হবে।
এই বছর করোনা ভাইরাস আবহে বুথ সংখ্যা অনেক বেশি। এর ফলে নির্দেশিকা জারি করা হয়েছে, সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে উপযুক্ত পোলিং এজেন্ট না পেলে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করতে পারবে। পোলিং এজেন্ট নিয়োগের এই নিয়মকে শিথিল করার ফলে রাজনৈতিক দল গুলির সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষত বিরোধী দলগুলির সুবিধা হবে।
আত্মবিশ্বাসের অভাব ঘটে ফলে সুযোগ পায় বিরোধীরা। এবার নির্বাচন কমিশনের এই নয়া নিয়মের ফলে আর কোনো কেন্দ্রের বুথেই এজেন্ট বসাতে বাধা থাকবে না। এছাড়াও সংশ্লিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে উপযুক্ত পোলিং এজেন্ট যদি না পাওয়া যায় তবে সেই সব বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটদাতাকেই রাজনৈতিক দলগুলি প্রার্থীর পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে।