‘বিজেপি মমতার প্রকল্প চুরি করছে’, লক্ষ্মীর ভাণ্ডারে সুকান্তের ২০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতির পরই সুর চড়ালেন ফিরহাদ

‘হোয়াট মমতা থিঙ্ক টুডে নরেন্দ্র মোদী থিঙ্ক টুমোরো’, এমন ভাষাতেই বিজেপিকে শানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ২০০০ টাকা দেওয়া প্রতিশ্রুতি দেন। সেই প্রেক্ষিতেই এবার তোপ দাগলেন ফিরহাদ। তাঁর দাবী, বাংলা থেকে প্রকল্প চুরি করে তা গুজরাতে নিয়ে যাচ্ছে বিজেপি।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে এমনিতেই রাজ্যে উত্তাপ ক্রমেই বাড়ছে। এসবের মধ্যেই গতকাল সুকান্ত মজুমদার ঘোষণা করেন যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চারগুণ করে দেবে। বর্তমানে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা দেয়। তবে বিজেপি যদি রাজ্যে সরকার গড়ে, তাহলে ২০০০ টাকা করে দেওয়া হবে বলে জানান সুকান্ত। তাঁর এই মন্তব্যকে ঘিরে বেশ শোরগোল পড়ে রাজ্য- রাজনীতিতে।
গতকাল, শনিবার দুর্গাপুর থেকে সুকান্ত মজুমদার বলেন, “আমাদের সরকার এলে প্রতি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে ২ হাজার টাকা করে দেব। আমরা ইস্তেহারে ঘোষণা করেছিলাম। দুর্ভাগ্যবশত আমরা সেটা সবার বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারিনি, প্রচার করতে পারিনি। এবংশুধু টাকা দিয়ে লোককে ভিখারি করে রাখব না। কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিল্পায়নের ব্যবস্থা করব। বাড়ির মহিলারা ২ হাজার টাকা করে পাবেন। আর ছেলেরা ১০ হাজার টাকার পাবেন”।
সুকান্তর এই মন্তব্যের পাল্টা তোপ দেগে ফিরহাদ হাকিম বলেন, “মহামান্য গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংকস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংকস টুমোরো। আর আজকে প্রমাণ হয়ে গেল হোয়াট মমতা থিঙ্ক টুডে নরেন্দ্র মোদী থিঙ্ক টুমোরো। এখান থেকে স্কিম চুরি করে নিয়ে গিয়ে গুজরাটে করতে বাধ্য হচ্ছে। যদি বাংলার মানুষের মতো ওরাও পায় তাতে ভাল। এতে আমার কোনও বিরোধ নেই। কিন্তু, মাথা নত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলুন তোমার চিন্তাভাবনা অনুসরণ করে আমি ধন্য হলাম’।