রাজ্য

শুভেন্দুর জোড়া মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি মান্থা, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? রাজ্যের চাপ নাকি অন্য কারণ?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জোড়া মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। এই মামলা দু’টির দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল  রাজ্য সরকার। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টেই ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। এবার বিচারপতি মান্থা এই মামলা থেকে সরে দাঁড়ালেন।

মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার। সেই আবেদন নিয়ে বিচারপতি মান্থা জানান, রাজ্যের এই আবেদন দেখে মনে হচ্ছে যেন মামলাকারীর জন্যই শুনানিতে দেরি হচ্ছে। হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়।

বিচারপতি মান্থা বলেন, “দীর্ঘ শুনানির সময় এই এজলাসের নেই। আদালতে আরও ৫৩ জন বিচারপতি রয়েছেন। অন্য কোনও এজলাসে পাঠানো হোক মামলাগুলি”। এই মামলা দু’টির মধ্যে একটি কাঁথির দুর্নীতি সংক্রান্ত মামলা রয়েছে। এই মামলা থেকে আগেও বিচারপতি পার্থসারথি সেন সরে দাঁড়িয়েছিলেন। এবার একই পথে হাঁটলেন বিচারপতি মান্থাও।

বলে রাখি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা ২৬টি এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেছিলেন বিচারপতি মান্থা। তাঁর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলেও হাইকোর্টের অনুমতি নিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি মান্থার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই মামলায় কোনওরকম হস্তক্ষেপ করবে না। দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আগের নির্দেশের যদি রদবদলের প্রয়োজন হয়, তাহলে রাজ্যকে হাইকোর্টেই আবেদন করতে হবে।

Back to top button
%d bloggers like this: