নৃশংস! মুখে বাঁধা গামছা, ন’গ্ন অবস্থায় বাড়িতে পড়ে বৃদ্ধার দেহ, বৃদ্ধাকে ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ বীরভূমে, তদন্তে পুলিশ

এক বৃদ্ধাকে ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ উঠল বীরভূমের সাঁইথিয়া থেকে। বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হয় বৃদ্ধার দেহ। বি’ব’স্ত্র ছিলেন তিনি, মুখে গামছা বাঁধা। এলাকাবাসীর দাবী, বৃদ্ধাকে ধ’র্ষ’ণের পর শ্বাসরোধ করে খু’ন করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখছে পুলিশ।
কী ঘটেছে ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা নিজের বাড়িতে একাই থাকতেন। গতকাল, শনিবার রাতে বাড়ি সংলগ্ন এক প্রতিবেশীর বাড়িতে ছিলেন তিনি। সেই বাড়িতেও তিনি একাই ছিলেন। জানা গিয়েছে, সেখানেই আজ, রবিবার সকালে বি’ব’স্ত্র অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। বৃদ্ধার মুখে একটি গামছা ঢোকানো ছিল। তাদের ধারণা, বৃদ্ধাকে কেউ ধ’র্ষ’ণ করার পর শ্বাসরোধ করে খু’ন করেছে।
গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। দেহটি উদ্ধার করেন তারা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট যতক্ষন না পাওয়া যাবে, ততক্ষণ মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাবে না। এই ঘটনায় খু’নের মামলা রুজু করে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
গ্রামবাসীদের একাংশের দাবী, বৃদ্ধার একা থাকার সুযোগ নিয়েই কেউ বা কারা তাঁকে ধ’র্ষ’ণ করে খু’ন করেছে। তবে ধ’র্ষ’ণ এবং খু’নের নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার দেহ নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
এই ঘটনায় বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, “আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে না এটি ধর্ষণের ঘটনা। তবে আমরা তদন্ত শুরু করেছি। দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে”।