মুখ পুড়ল রাজ্য সরকারের! তৃণমূল কাউন্সিলরকে সরিয়ে ঝালদা পুরসভার পুরপ্রধান নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুই, নির্দেশ হাইকোর্টের

পুরুলিয়ার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিতর্কের অন্ত নেই। তিনদিনে তিনজন হলেন চেয়ারম্যান। শীলা চট্টোপাধ্যায়ের সদস্যপদ খারিজে এবার স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আপাতত ওই পুরসভার পুরপ্রধান হলেন কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। আজ, শুক্রবার এমনই নির্দেশ দেওয়া হল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের তরফে। আগামী ১০ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ১৬ই জানুয়ারি ঝালদা পুরসভার পুরপ্রধান নির্বাচিত হন নির্দলের হয়ে যেটা কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কংগ্রেসের ৬ ও নির্দলের ১ কাউন্সিলর-সহ মোট ৭ কাউন্সিলরের ভোটে পুরপ্রধান নির্বাচিত হন তিনি। ১৭ই জানুয়ারি নিজের কাজে যোগ দেন শীলা। কিন্তু দু’দিন না কাটতেই দেখা দেয় জটিলতা।
গত ১৯শে জানুয়ারি দলবিরোধী কাজের অভিযোগে শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ করেন ঝালদার মহকুমা শাসক ঋতম ঝা। এর এক ঘণ্টার মধ্যেই সুদীপ কর্মকারকে নতুন পুরপ্রধান হিসাবে ঘোষণা করে সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। দায়িত্ব নেওয়ার দু’দিনের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রথমে বাকরুদ্ধই হয়ে যান শীলা চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
আজ, শুক্রবার শীলা চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। বিচারপতি রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন, “বারবার হেরে যাওয়া সত্ত্বেও কেন সেই দলের প্রতিনিধিকেই বসানো হচ্ছে? প্রশাসনের এত তাড়া কীসের”?
এদিন আদালতে সওয়াল-জবাব চলার পরর শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ সংক্রান্ত মহকুমা শাসকের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়েছে যে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পুরপ্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন পূর্ণিমা কান্দু। আগামী ১০ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস কাউন্সিলর তথা ঝালদা পুরসভার বর্তমান কাউন্সিলর পূর্ণিমা কান্দু বলেন, “সত্যের জয় হবেই। কলকাতা হাই কোর্টের রায়ে নিহত তপন কান্দুর আত্মা শান্তি পাবে”।
এদিকে আবার হাইকোর্টের এই নির্দেশের পর থেকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “আইন আইনের পথে চলবে। আদালত যখন দায়িত্ব দিয়েছে, তখন তাঁকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি”।