রাজ্য

‘যারা তৃণমূলে টিকিট পাচ্ছেন না, তারা বিজেপিতে চলে আসুন, এটাই শেষ সুযোগ’, সরাসরি দলবদলের বার্তা সৌমিত্রর, তুমুল চর্চা

আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন পেশের কাজ। ১৫ই জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে এক বার্তা দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সেই বার্তাকে ঘিরে এখন রাজনৈতিক মহলে শুরু তুমুল চর্চা।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তৃণমূল মনোনয়ন জমা দিতে পারছে না বলে দাবী বিরোধীদের। এমন আবহে এবার বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দিয়ে মনোনয়ন পেশ করার বার্তা দিলেন বিজেপি সৌমিত্র খাঁ। এই নিয়ে তৃণমূলের কটাক্ষ, প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই এমন আবেদন করছে বিজেপি।

মনোনয়নের শুরুর দিন থেকেই বাঁকুড়ার জয়পুর, কোতুলপুর, ইন্দাস ও পাত্রসায়র ব্লকে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। গত চারদিন ওই চার ব্লকের মনোনয়ন কেন্দ্রে বিরোধীদের বিশেষ দেখা যায়নি। তৃণমূলের সন্ত্রাসের কারণেই এমনটা হয়েছে বলে দাবী জানিয়েছে বিজেপি। প্রতিদিনই কোনও না কোনও ব্লকে পথ অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে তারা। রাস্তার পাশে ধর্নায় বসতেও দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে।

এবার গতকাল, মঙ্গলবার নিজের ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন সৌমিত্র খাঁ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “যাঁরা তৃণমূলে টিকিট পাচ্ছেন না, সেই বিক্ষুব্ধরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা তাঁদের টিকিট দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের নেতারা ১২ বছর ধরে আপনাদের ঠকিয়েছে। এটাই শেষ সুযোগ। আসুন মনোনয়ন দিন”।

পরে সাংসদ আরও বলেন, “আমাদের লক্ষ্য তৃণমূলকে হারানো”। সেই লক্ষ্যে সব দলেরই বিক্ষুব্ধদের আহ্বান জানানো হয়েছে। সৌমিত্র খাঁর ফেসবুক লাইভের মন্তব্য ঘিরে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবী, সন্ত্রাসের অভিযোগ ভিত্তিহীন। এই প্রসঙ্গে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি এখন প্রার্থী খুঁজে না পেয়ে তৃণমূলের কে বিক্ষুব্ধ হবে তার আশায় বসে রয়েছে”।

Back to top button
%d bloggers like this: