অবাক কাণ্ড! ১০০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছেন ৩ তৃণমূল প্রার্থী, অভিযোগ শুনে হতবাক খোদ বিচারপতি, তলব রিপোর্ট

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাংলায় যেন এক ঝড় বয়ে গিয়েছে। একাধিক এলাকা থেকে উঠে এসেছে হিংসা ও অশান্তির খবর। খু’নো’খু’নি, মারামারি, ভোট লুট, গণনায় কারচুপি কিছুই বাদ যায়নি। এবার সামনে এল এক অবাক করা কাণ্ড।
বিরোধীরা বারবার অভিযোগ করে এসেছে যে ভোট গণনায় কারচুপি হয়েছে। সেই নিয়ে আদালতে মামলাও দায়ের হয়েছে। এমনকি, যে বুথে ভোট বয়কট হয়েছে, সেখানেও ৯৫ শতাংশ ভোট পড়া নিয়ে আদালত প্রশ্ন তুলেছে। এবার সামনে এক বিস্ময়কর ঘটনা। তৃণমূলের ৩ প্রার্থী ১০০ শতাংশেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বলে জানা গেল। আজ, বুধবার এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল অভিযোগ।
এমন ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবরা ২ নম্বর ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে। এক মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। মোট ভোটারের চেয়েও বেশি ভোট পড়েছে, এমন অভিযোগ শুনে কার্যত হতবাক হয়ে যান বিচারপতি। এই ঘটনায় বিডিও-র কাছে রিপোর্ট তলব করেন তিনি।
কী ঘটেছে সম্পূর্ণ ঘটনা?
আদালত সূত্রে খবর, এদিন মামলাকারী আদালতে জানান, উত্তর ২৪ পরগণার হাবরা ২ নম্বর ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮১। কিন্তু সেখানে মোট ভোট পড়েছে ২ হাজার ১৭৭টি। আবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫২৯। কিন্তু সেখানে ভোট পড়েছে ১ হাজার ৭৪০টি।
এই একইরকমভাবেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৮৩ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা হল ১ হাজার ৪৮৮। কিন্তু সেই বুথে মোট ভোট পড়েছে ২ হাজার ৪৯৬টি। পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে এই তিনটি বুথেই ১০০ শতাংশের বেশি ভোট পড়েছে। এমন অবাক করা ঘটনা কীভাবে ঘটল, এমনটা কীভাবে সম্ভব, তা জানার জন্য বিডিও-র কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি সিনহা।