‘দিদির দূত’কে অভিযোগ জানানোর ‘অপরাধ’! মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে সপাটে চড় মারলেন তৃণমূল নেতা, তুমুল হইচই বারাসাতে

‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির জন্য নানান জেলায় জেলায় যাচ্ছেন ‘দিদির দূত’রা। স্থানীয়দের অভিযোগ শুনছেন তারা। কিন্তু এবার দিদিত দূতকে অভিযোগ জানাতে যাওয়াই হল কাল। অভিযোগ জানানোর জন্য তৃণমূল নেতার হাতে সজোরে চড় খেলেন এক গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বারাসাত ব্লকের ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের শাড়িপোনা গ্রামে।
জানা গিয়েছে, আজ, শনিবার সকাল ১০টা নাগাদ ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির প্রচারের জন্য শাড়িপোনা গ্রামে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এদিন গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনার জন্য রাধামাধবের মন্দিরে পুজো সেরে মন্দিরের চাতালেই বসেন মন্ত্রী।
সেইখানে গ্রামের মহিলা ও পুরুষরা নিকাশি ব্যবস্থা, রাস্তাঘাট এবং পানীয় জল নিয়ে মন্ত্রীর কাছে অভাব অভিযোগ জানাতে আসেন। অভিযোগ, মন্ত্রীর সামনে গ্রামের এক যুবক নানান অভিযোগ নিয়ে সরব হন। সেই সময়ই তাঁর মুখ চেপে ধরে তৃণমূল কর্মীরা। ওই যুবককে ধাক্কা দিতে দিতে মন্ত্রীর সামনে থেকে সরিয়ে নিয়ে যায় তারা। এমনকি, চড়ও মারা হয় ওই যুবককে।
এই ঘটনা নিয়ে যদিও দুঃখপ্রকাশ করেন মন্ত্রী রথীন ঘোষ। তিনি জানান যে এই ঘটনা নাকি তাঁর চোখের সামনে ঘটে নি। তবে এমন কিছু যদি ঘটে থাকে, তাহলে তা খুবই অন্যায়। মন্ত্রীর কথায়, “এখানে গ্রামের অনেকের সঙ্গে কথা বলেছি। অভাব অভিযোগ শুনেছি। কোনও অসুবিধা হয়নি। নিশ্চয়ই ব্যক্তিগত কোনও অভিসন্ধি ছিল”।
মার খাওয়ার পর ওই যুবক জানান যে ঠিক একী কারণে তার উপর এমন আক্রমণ হল, তা বুঝতে পারছেন না তিনি। কারণ তিনিও মন্দির কমিটিরই লোক। ওই যুবকের কথায়, “মন্দির লাগোয়া একটি রাস্তার হাল ফেরানো দরকার। মন্ত্রীকে কাছে পেয়ে সেটাই বলতে গিয়েছিলাম। তখনই আমার উপর চড়াও হয় তৃণমূল কর্মীর”।
অন্যদিকে, এই মারধরের ঘটনাকে অন্য চোখে দেখছেন গ্রামবাসীরা। তাদের দাবী, দীর্ঘদিন ধরে তারা পঞ্চায়েত এমনকি বিডিও-কেও নানান অভিযোগ জানিয়ে আসছেন। কিন্তু তা সত্ত্বেও রাস্তাঘাট বা নিকাশি ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। সেই কারণেই তারা মন্ত্রীর কাছে অভিযোগ জানাতে যান। আর সেই কারণে তাদের বাধা দেওয়ার জন্যই এমন মারধরের ঘটনা ঘটেছে বলে দাবী গ্রামবাসীদের।