ফুটবল

পরাজিত হয়েও সমর্থকদের মন জয় করে নিলো ভারতীয় ফুটবল বাহিনী৷

খবর 24×7 নিউজ ডেস্ক: চলতি এশিয়ান কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে এক দুর্দান্ত জয় দিয়ে ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপ যাত্রা শুরু করলেও, আজ এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর নিকট আটকে গেলো তারা। ২-০ এর ব্যবধানে আজ পরাজয়ের সম্মুখীন হতে হয় ভারতীয় বাহিনীকে৷ তবে আজকের খেলাতে যে ভারতীয় বাহিনীর পারফরমেন্স খুব একটা দুর্বল দেখিয়েছে তা বলা যায় না৷

এদিন খেলা শুরুর পর প্রথমার্ধে দুই দেশের দলেরই টক্করের লড়াই হয়৷ এরপর খেলা শুরুর ৪১ মিনিটের মাথাতে সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে প্রথম গোলটি করে আমিরশাহীকে এক গোলে এগিয়ে দেন আল সামসি৷ এরপর খেলার প্রথমার্ধে ভারতীয় দল আর গোল না করতে পারার দরুন খেলার প্রথমার্ধ শেষ হয় ১-০ এর ব্যবধানে৷ এরপর খেলার দ্বিতীয়ার্ধ শুরু হলেও দীর্ঘক্ষণ ভারতীয় ফুটবল বাহিনীর রক্ষণ ভেঙ্গে কোনোও গোল করতে পারেনি আমিরশাহী৷ কিন্তু শেষ অবধি খেলা শুরুর ৮৮ মিনিটের মাথাতে আমিরশাহীর হয়ে দ্বিতীয় গোলটি করে তাদের জয় নিশ্চিত করে দেন আলি মাবখাউত৷ এরপর খেলার পুরো সময় এবং অতিরিক্ত সময়েও সুনীলরা একটিও গোল করতে না পারায় শেষ অবধি আজ এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় ভারতীয় ফুটবল বাহিনীকে৷

তবে এদিনের ম্যাচে পরাজয় পেলেও বলা যায় যে, ভারতীয় ফুটবল বাহিনীর পারফরমেন্স পূর্বের থেকে এখন অনেক বেশি উন্নত। আজ খেলার দ্বিতীয়ার্ধে উদান্ত সিং এর বাড়ানো সট গোল বারে লেগে ফিরে না এলে হয়তো আজকের এই ফলাফল কিছুটা অন্যরকম হতো৷ এছাড়াও ম্যাচের শেষের দিকেও এই একই ভাবে আরও একটি গোল হাতছাড়া হয় ভারতীয় বাহিনীর৷ এশিয়ান কাপে আজকের ম্যাচে পরাজয়ের মুখ দেখলেও প্রথম ম্যাচে ভারতীয় বাহিনীর জয় যথেষ্ঠ নজরকাড়া ছিল৷ আশা করা যায় যে, পরবর্তী ম্যাচে ফের জয়ের পথে ফিরতে সক্ষম হবে ভারতীয় দল। পরবর্তী ম্যাচে জয় লাভ করলে ভারতীয় দল পৌঁছে যেতে পারে নক আউট রাউন্ডে৷ নইলে ভারতীয় বাহিনীকে এবারের মতো বিদায় নিতে হবে এশিয়ান কাপ থেকে তাই পরবর্তী ম্যাচটি ভারতীয় দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি রয়েছে বাহরিন এর বিরুদ্ধে ১৪ই জানুয়ারী।

Leave a Reply

Back to top button
%d bloggers like this: