
ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনটি ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নামেই হয়ে থাকল। ইংল্যান্ড অধিনায়ক জো রুটের অপরাজিত সেঞ্চুরি এবং সিবলির হাফ-সেঞ্চুরির ইনিংসের সাহায্যে ইংল্যান্ড দিনের শেষে তিন উইকেট হারিয়ে ২৬৩ রান করেছে। রুট ১২৮* রানে ক্রিজে রয়েছেন। এর আগে আজ ইনিংসের ৮৭ তম ওভারে জো রুটকে কিছুটা অস্বস্তিতে লাগছিল। যার পরে ভারত অধিনায়ক বিরাট কোহলি তাকে সহায়তা করছিলেন।
ইংলিশ অধিনায়ক জো রুটের ইনিংসের সময় হ্যামস্ট্রিংয়ের স্ট্রেন হচ্ছিল। যার কারণে তাকে ব্যথায় দেখা গেছে। জো রুটকে সমস্যায় পড়তে দেখে অধিনায়ক বিরাট কোহলি তাকে সহায়তা করেন, এরপরে রুট ব্যাটিং চালিয়ে যান। বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এই ভিডিওটি শেয়ার করেছে। সমর্থকরা কোহলির স্পিরিট দেখে প্রশংসা করছেন।
#SpiritOfCricket at its very best 😊😊#INDvENG @Paytm | @imVkohli pic.twitter.com/vaEdH29VXo
— BCCI (@BCCI) February 5, 2021
এদিন ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ইনিংস ওপেন করলেন ররি বার্নস এবং ডমিনিক সিবলি। চোট সারিয়ে ইশান্ত শর্মা প্রথম ওভার বল করেন এবং দ্বিতীয় ওভারে আসেন জসপ্রীত বুমরাহ। ভারতে এটি বুমরাহের প্রথম টেস্ট ম্যাচ এবং উইকেটের পিছনে উইকেটকিপার ঋষভ পন্থ যদি ক্যাচ ফেলত তবে প্রথম বলেই তিনি উইকেট নিতে পারতেন।