জীবনের শনির দোষ কাটাতে চান? শ্রাবণ মাসের প্রতি শনিবারে এই পদ্ধতিতে পুজো করুন

শ্রাবণ মাস শিব এবং লক্ষীর পাশাপাশি শনি দেবতার উপাসনা করার জন্যও বেশ ভালো। সোমবারের পাশাপাশি শনিবারও এই মাসে বিশেষ গুরুত্ব আছে। জ্যোতিষে নবগ্রহের উল্লেখ পাওয়া যায়। এই নবগ্রহের ওপরই শিবের আধিপত্য বর্তমান। শনি আবার মহাদেবের শিষ্য। তাই জীবনে যদি শনি দোষ থাকে তাহলে এই মাসে নিচের পদ্ধতির মাধ্যমে শনিবার পুজো করলে সেই দোষ কাটতে পারে।
ক। শ্রাবণ মাসের প্রতি শনিবার অশ্বত্থ গাছের পুজো করার বিশেষ বিধান রয়েছে। এই দিন অশ্বত্থ গাছের শিকড়ে জল অর্পণ করা উচিত। সরষের তেলের প্রদীপ জ্বালান। তারপর অশ্বত্থ গাছের সাত বার পরিক্রমা করুন। এই উপায় শিব ও শনি প্রসন্ন হবেন এবং জাতক শনি দোষের প্রভাব থেকে মুক্তি পাবেন।
খ। শিব পুরাণ অনুযায়ী শনিবার জলের মধ্যে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করা উচিত। এমন করলে শনি দেবতা প্রসন্ন হন এবং ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্ত করেন।
গ। শ্রাবণ মাসের শনিবারের সন্ধ্যাবেলা শনির মূর্তির সামনে একটি সরষের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। এর পর শনির মূর্তিতে সরষের তেল অর্পণ করবেন। শেষে শনি আরতীর পাঠ করুন। জ্যোতিষ মতে এই উপায় করলে শনির আশীর্বাদ পাওয়া যায়।
ঘ। জ্যোতিষ অনুযায়ী যে জাতকদের ওপর শনির সাড়েসাতি ও আড়াই চলছে তাঁরা শ্রাবণ মাসের শনিবার শনি সংক্রান্ত জিনিসের দান করুন। কালো তিল, নীল কাপড়, বিউলি ডাল, কালো জুতো, সরষের তেল ইত্যাদি দান করলে সুফল পাওয়া যায়। শনি মন্দিরের পুরোহিতকে এই সমস্ত বস্তু দান করতে পারেন।
ঙ। শ্রাবণের শনিবার শনির মন্ত্র ওম শং শনৈশ্চরায় নমঃ মন্ত্রের ১০৮ বার জপ করলে শনি তুষ্ট হন। রুদ্রাক্ষের মালায় এই মন্ত্র জপ সম্পন্ন করবেন। শনিকে নীল রঙের ফুল অর্পণ করুন। এর প্রভাবে শনি দোষ থেকে মুক্তি সম্ভব।