বিয়ের আগে প্রি-হানিমুন সারতে মালদ্বীপে উড়ে গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল

টলিপাড়ার হিট নায়ক অঙ্কুশ হাজরা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। জীবনের নানান খুঁটিনাটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন। ঐন্দ্রিলা অনেক ছোটো থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। সম্প্রতি, এই হিট জুটির রসায়ন দেখা গিয়েছে অনস্ক্রিনেও। ‘ম্যাজিক’ ছবিতে জুটি বেঁধেছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এবার কাজের ফাঁকে প্রি-হানিমুন সারতে মালদ্বীপে উড়ে গেলেন এই জুটি।
View this post on Instagram
View this post on Instagram
বেশ কিছুদিন ধরেই তাদের ইচ্ছা ছিল কোনও সি-বিচে ঘুরতে যাওয়ার। ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখেও তৈরি হয় জল্পনা। তিনি লেখেন, ‘নতুন কিছু শুরুর দিকে তাকিয়ে আছি’। এই পোস্ট দেখে অনেকেরই অনেক কিছু মনে হয়েছিল। কিন্তু কেউ আন্দাজ করেননি যে এরকম কিছু হবে।
View this post on Instagram
আরও পড়ুন- কঠিন লড়াইয়ের মুখোমুখি ঐন্দ্রিলা, সময়সীমা বেঁধে দিলেন চিকিৎসক, আশা হারাচ্ছেন তাঁরা
মালদ্বীপের নীল জলরাশি, দিগন্ত ছাড়ানো সমুদ্র ও বিলাসবহুল হোটেলে রাজকীয়ভাবে দিন কাটানো, সব মিলিয়ে বেশ ভালো কাটছে অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রি-হানিমুন। রিসোর্টের কিছু ছবিও শেয়ার করেছেন অঙ্কুশ। তিনি বরাবরই ভীষণ সক্রিয়। মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিংও করলেন এই জুটি।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন- ‘আই লাভ ইউ’ সকলের সামনেই বলে ফেললেন মধুমিতা, দিলেন চুমুও, তবে কাকে? নাম জানতে উৎসুক নেটিজেনরা
বলে রাখি, অঙ্কুশ ও ঐন্দ্রিলা কিছুদিন আগেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ঝাঁ চকচকে সেই ফ্ল্যাটের ছবিও পোস্ট করেছিলেন তারা। শোনা যাচ্ছিল, এই বছরেই বিয়ে করবেন তারা। যদিও তারা নিজেরা একথা কখনও প্রকাশ্যে আনেননি। তবে মালদ্বীপে গিয়ে যে অঙ্কুশ-ঐন্দ্রিলা চুটিয়ে মজা করছেন, তা বেশ স্পষ্ট।