রাজ্য

WB Election 2021: ‘ঝাঁটা নিয়ে আয় তো’, দশ বছরে কোনও কাজ করেনি, ভোট প্রচারে গিয়ে জনগণের ক্ষোভের মুখে তৃণমূল মন্ত্রী অসীমা পাত্র

সামনেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এর আগে জোরকদমে নানান জায়গায় ভোট প্রচার চালাচ্ছেন নানান রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। বিরোধী দোল তো বটেই, শাসকদলের পক্ষ থেকেও গদি বাঁচানোর জন্য বেশ চেষ্টা চলছে। তবে এবার ভোট প্রচারে গিয়েই বিপদে পড়লেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র।

হুগলীর ধনিয়াখালির এক গ্রামে ভোট প্রচারে যান অসীমা পাত্র। কিন্তু সেখানে যাওয়া মাত্রই জনগণের রোষের মুখে পড়েন তিনি। তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এলাকাবাসীর অভিযোগ, গ্রামে কোনও কাজ করেন না বিধায়ক, শুধু ভোট চাওয়ার সময় আসেন। এই ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন এক স্থানীয় বাসিন্দা। সেই রেকর্ডিং বন্ধ করতে বলেন তৃণমূল নেত্রী। কিন্তু এই বাসিন্দা তা না করায়, তাঁকে পুলিশের হুমকিও দেখান বিধায়ক।

আরও পড়ুন- ‘নিজের পায়ে দাঁড়াতে না, আবার বাংলাকে দাঁড় করাবে কী করে’, মমতাকে বেলাগাম আক্রমণ দিলীপের

স্থানীয় বাসিন্দাদের দাবী, গত দশ বছরে তাদের এলাকায় সরকার কোনও কাজ করেনি। গত দু’বছর ধরে সেখানে ১০০ দিনের কাজ বন্ধ বলেও অভিযোগ করেন তারা। এই কারণে তৃণমূল প্রার্থী সেখানে প্রচারে গেলে তাঁর উপর চড়াও হন স্থানীয় মানুষ। রীতিমতো তাড়িয়ে দেওয়া হয় অসীমা পাত্রকে। অনেককে আবার বলতে শোনা, “ঝাঁটা নিয়ে আয় তো”।

রাজ্য সরকারের প্রতি চরম অসন্তুষ্ট হয়ে রয়েছেন ধনিয়াখালির মানুষ। মানুষের ক্ষোভের ভয়ে পিছু হঠতে বাধ্য হলেন তৃণমূল নেত্রী। আবার যাওয়ার সময় শাসিয়েও গেলেন যে, ‘দেখে নেব সবাইকে’। তখন স্থানীয়দের পাল্টা জবাব, ‘কে কাকে দেখে নেবে, দেখা যাবে’।

স্থানীয়রা এও অভিযোগ করেন যে অসীমা পাত্রের তরফে বলা হয়েছে, তারা যদি তৃণমূলকে ভোট না দেন, তাহলে তাদের রেশনিং ব্যবস্থা ও অন্যান্য কাজকর্মও তিনি বন্ধ করে দেবেন। তবে সেই বক্তব্য ভিডিওতে নেই। সম্প্রতি, অনেক জায়গাতেই দেখা যাচ্ছে শাসকদলের প্রার্থীরা নানান জায়গায় ভোট প্রচারে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়ছেন। স্থানীয়দের থেকে অভিযোগ আসছে, সরকারের তরফে সাহায্য পাচ্ছেন না তারা। ভোটের মুখে এই ধরণের ঘটনায় মুখ পুড়েছে শাসকদলের।

Back to top button
%d