প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বকে বদলে দিয়েছেন! মোদীর গুণগানে পঞ্চমুখ কঙ্গনা রানাওয়াত

বারবার বিতর্কের মধ্যে জড়িয়েছেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন তার মধ্যেও সেজেগুজে জাতীয় পতাকা নিয়ে ‘হর ঘর তেরাঙ’ ক্যাম্পে অংশ নিয়েছেন অভিনেত্রী।
সাদা সালোয়ার কামিজে, হাতে জাতীয় পতাকা নিয়ে ভিডিও পোস্ট করেছেন তার অনুরাগীদের জন্য। সবাইকে জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সঙ্গে আরো একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে তার হাতে স্যালাইনের চ্যানেল। বিছানায় শুয়ে ছবি তুলেছেন কঙ্গনা।
ভিডিও পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘কথায় বলে, একটা মানুষ গোটা বিশ্বকে বদলে দিতে পারে। একথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ক্ষেত্রে একেবারে সত্য। আমার জীবনে কখনো জাতীয়তাবাদের এত উদ্দীপনা, কর্তব্য আর ইতিবাচকতা দেখিনি মানুষের মনে। হয়তো এই বিশাল চেতনাকেই আমরা অবতার বলি। যাদের শুধু নিজেদের উত্থান হয় না, বরং গোটা মনুষ্যত্বকে উজ্জীবিত করেন। জয় হিন্দ!’
আর এই লেখা নিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে বলি কুইনের যে শরীর ভালো নেই তার ছাপ চোখে মুখে স্পষ্ট।