বিনোদন

সন্তান জন্ম দিয়েই মারা গেল খড়ি! তবে কি নিজের সন্তানকে একাই বড় করবে ঋদ্ধি? ‘গাঁটছড়া’র আসন্ন ট্র্যাক ফাঁস

টেলিভিশনের একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার গাঁটছড়া যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং অভিনেতা গৌরব চ্যাটার্জীকে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য, অনুষ্কা গোস্বামী অভিনেতা অনিন্দ চ্যাটার্জী এবং রিয়াজ লস্কর। তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে এক নয়া মোড়।

অনেকদিন ধরে হচ্ছে শোনা যাচ্ছিল যে গাঁটছড়া হয়তো শেষ হতে চলেছে আর খড়ি ঋদ্ধির গল্প যেদিকে এগোচ্ছিল তাতে মনে হচ্ছিল যে আর হয়তো তেমন কিছু বেঁচে নেই এই ধারাবাহিকে। সেই সঙ্গে এই জল্পনাকে আরো বেশি উসকে দেয় যখন সামনে আসে খড়ি অর্থাৎ সোলাঙ্কির কন্ট্রাক্ট শেষ হওয়ার খবর।

শোনা গিয়েছিল ধারাবাহিকে গৌরব থাকলেও আর দেখা যাবে না সোলাঙ্কিকে। এবার গল্প যেদিকে এগিয়ে যাচ্ছে তা দেখেও এমনটাই আঁচ করছেন দর্শকরা। প্রসঙ্গত কিছুদিন আগের থেকেই গল্পে দেখানো হচ্ছে খড়ি এবং দ্যুতি দুজনেই মা হতে চলেছে। কিন্তু গল্প কোন মোর নেবে সেটা জানার আগেই সোশ্যাল মিডিয়াতে জল্পনা যে নিজের সন্তান জন্ম দিতে গিয়ে খড়ি চরিত্রটি মারা যাবে।

কিন্তু খড়ির এত খুশি আনন্দের মাঝে কেমন করে এই গল্প দেখানো হবে সেই নিয়ে নানা রকম জল্পনা চলছিল। এরই মধ্যে দেখা গেল দ্যুতির এক কন্যা সন্তান হয়েছে। কিন্তু দ্যুতিকে হাসপাতালে নিয়ে যাবার পরেই খড়ি পড়ে যায়। এখনো পর্যন্ত দেখানো হয়নি যে খড়ির কী হল?

তবে যা শোনা যাচ্ছে গল্পে দেখানো হবে পড়ে যাওয়ার ফলে নিজের সন্তান জন্ম দিয়ে মারা যাবে খড়ি। আর তার একটি পুত্র সন্তান হবে। এই চরিত্রে কোন অভিনেতা আসবে, সেই নিয়েও নানারকম জল্পনা রয়েছে তবে পরবর্তী দিনেই জানা যাবে গাঁটছড়ার গল্প কোন দিকে যায় এবং কোন নতুন অভিনেতা অভিনেত্রীকে আনা হয়।

Back to top button
%d bloggers like this: