বিনোদন

হামাগুড়ি দিচ্ছে, হাঁটার চেষ্টা করছে ইউভান, মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন দিদি

জন্মের পর থেকেই ইউভান যেন সেলিব্রিটি। হামেশাই তাকে নিয়ে কোনও না কোনও খবর ঠিক চোখে পড়ে। গত ১২ই সেপ্টেম্বর শহরের একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তার। এরপর থেকেই ধীরে ধীরে মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে পুচকে ইউভান। কখনও তাকে দেখা যায় মায়ের কোলে চুপটি করে ঘুমিয়ে থাকতে, আবার কখনও ঠাকুমার কোলে আদর খেতে। ক্যামেরার দিকে তাক করে বেশ ভালোই পোজ দিতে শিখেছে ইউভান। তাকে টলিউডের ‘তৈমুর’ নাম দেওয়া হয়েছে।

এবার ফের ইউভানের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এই ভিডিওটি শেয়ার করেছে রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি পাণ্ডে। ভিডিওতে দেখা যাচ্ছে, ছোট্ট ইউভান হাঁটার চেষ্টা করছে। তবে আপাতত বেশ সুন্দর হামাগুড়ি দিচ্ছে সে। হামাগুড়ি দিতে দিতেই দিদির সঙ্গে খেলায় মেতেছে পুচকে ইউভান। সেই মিষ্টি মুহূর্তই ক্যামেরাবন্দি করে রেখেছে তাঁর দিদি সৃষ্টি।

কিছুদিন আগেই অন্নপ্রাশন হয়েছে ইউভানের। এই দিনটি রাজের আদিবাড়ি হলদিয়াতেই কাটিয়েছেন তারা। দাদুর হাতে প্রথম ভাত খেয়েছে ইউভান। সেইসব ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুভশ্রী এদিনের একটি ভিডিও শেয়ার করেন যাতে তাঁকে দেখা গিয়েছে অন্নপ্রাশনের অনুষ্ঠানের জন্য তিনি তৈরি হচ্ছেন। ছোট্ট ইউভানের মা-কে সেদিন অপরূপ সুন্দরী দেখাচ্ছিল।

আরও পড়ুন- পরনে ফিনফিনে পাতলা শাড়ি, উন্মুক্ত কোমর, ও মনকাড়া হাসিতে নেট দুনিয়ায় উত্তাপ ছড়ালেন জবা

ইউভানের অন্নপ্রাশনের আগের দিনই ছিল রাজের জন্মদিন। সেদিনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। কাছের কিছু বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গেই এই দিনটি কাটিয়েছেন তিনি।

Back to top button
%d