সব্যসাচী ভক্তদের জন্য এবার সুখবর! সমস্ত জল্পনার মেঘ সরিয়ে খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় আসতে চলেছে রামপ্রসাদ

সেই কতদিন আগে প্রকাশ্যে এসেছিল ‘রামপ্রসাদ’র (Ramprasad) টিজার। মাসকয়েক আগে প্রোমোও প্রকাশ্যে এসেছে। তবে এতদিন পর্যন্ত সামনে আসেনি ধারাবাহিকের (Bengali Serial) টাইম টেবিল। কবে থেকে শুরু হচ্ছে সব্যসাচী চৌধুরীর কামব্যাক মেগা ‘রামপ্রসাদ’? এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে ভক্তদের। তবে অবশেষে সামনে এল ধামাকাদার খবর। এতদিন পর্যন্ত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই সিরিয়ালটির জন্য। দেরি হওয়ায় অধৈর্য হয়ে পড়েছিল সবাই। তবে এবার সামনে এসেছে সম্প্রচারের দিনক্ষণ। খোদ স্টার জলসার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জানানো হয়েছে ‘রামপ্রসাদ’র টাইম টেবিল।
রামপ্রসাদ ধারাবাহিকে সৌদামিনির সংসার খ্যাত সুষ্মিলি আচার্যের বিপরীতে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। অভিনেত্রী পায়েল দে এই সিরিয়ালে মা কালীর ভূমিকায় অভিনয় করছেন। এর আগে দুর্গা, বেহুলা, তবু মনে রেখো, সোনা রোদের গানের মতো সিরিয়ালে কাজ করেছেন তিনি। এছাড়াও সায়ক চক্রবর্তীকে দেখা যাবে এই সিরিয়ালে।
নির্মাতারা এতদিন শো নিয়ে নীরব ছিলেন। তবে সূত্রের খবর অনুযায়ী, অনেকদিন আগেই এই শোর শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল। বীরভূমে এই ধারাবাহিকের অনেকটা অংশ শ্যুট করা হয়েছে বলে খবর। এবার শুধু টেলিভিশনের পর্দায় আসার অপেক্ষা। খবরটা পেয়ে বেজায় খুশি সব্যসাচী ভক্তরা। বেশি অনেকদিন বিরতির পর তাকে টেলিভিশনের পর্দায় দেখা যেতে চলেছে।
যদিও কোন ধারাবাহিক বন্ধ হতে চলেছে সেই খবর এখনও পাওয়া যায়নি। তবে স্টুডিও পাড়ার গুঞ্জন, এবার নাকি বন্ধ হতে পারে ‘গাঁটছড়া’ এবং ‘গুড্ডি’। টিঅরপির কথা বললে, ‘গাঁটছড়া’ মোটামুটি নম্বর আনলেও ‘গুড্ডি’র অবস্থা তথৈবচ। আর সেই কারণেই নেটিজনদের ধারণা, এবার এই সিরিয়লটিই বন্ধ করবে স্টার।
এতদিন পর্যন্ত দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই সিরিয়ালটির জন্য। দেরি হওয়ায় অধৈর্য হয়ে পড়েছিল সবাই। তবে এবার সামনে এসেছে সম্প্রচারের দিনক্ষণ। খোদ স্টার জলসার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই জানানো হয়েছে ‘রামপ্রসাদ’র টাইম টেবিল।