রথযাত্রায় আরও আনন্দ দিতে ষ্টার জলসায় আসছে বিশেষ ‘রথযাত্রা উৎসব’, ‘পিহুরাজ না থাকলে দেখবো না’, অভিমানী দর্শকরা

আগামীকাল, শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রায় মেতে উঠবে দেশবাসী। সেই উপলক্ষ্যে টেলিভিশন চ্যানেলগুলি নিজেদের মতো করে রথযাত্রা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। তারই মধ্যে বাঙালির প্রিয় ষ্টার জলসা দর্শকদের জন্য নিয়ে এসেছে ‘আনন্দ উৎসব।’
ষ্টার জলসার তরফে ইতিমধ্যেই ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে ‘আনন্দ উৎসব’র প্রমো। সেখানে দেখা যাচ্ছে, জলসার অভিনেতা অভিনেত্রীরা গান বাজনা, আনন্দ করছে বাচ্চাদের সঙ্গে। তারপর একসঙ্গে জমিয়ে ভোগ খেতেও দেখা যাবে তাদের। শেষে রথের দড়িতে টান। খুশিতে মেতে উঠেছে সবাই।
তার সঙ্গে থাকছে প্রিয় অভিনেতা অভিনেত্রীদের নাচ-গান। রথযাত্রার দিন দর্শকদের জন্য একদম ভরপুর আনন্দে মেতে থাকবার ব্যবস্থা করেছে ষ্টার জলসা। অনুষ্ঠানটি সম্প্রচার হবে শুক্রবার, রথযাত্রার দিন বিকেল ৫ টায়।
তবে এই কিছু সেকেন্ডের প্রমোতে ধারাবাহিকের পিহুরাজ-কে দেখতে না পেয়ে ক্ষোভ দেখিয়েছেন কয়েকজন। একজন কমেন্টে লিখেছেন, ‘ আমাদের পিহুরাজ না থাকলে এই অনুষ্ঠান দেখবো না।’ আবার এই অনুষ্ঠান নিয়ে দর্শকদের উন্মাদনাও লক্ষ্য করা গেছে। এক নেটিজেন লিখেছেন, ‘আগামীকাল জি বাংলায় বিকেল পাঁচটা থেকে রথযাত্রা ২০২২ লাইভ। তারপর সন্ধ্যা ছটা পিলু খেলনা বাড়ির মহা রথযাত্রা মিলন পর্ব।’