ইন্টারভিউতে পাশ করলেই এবার চাকরি মিলবে ভারতীয় রেলে, কলকাতাতেই হবে কর্মস্থল, এখনই আবেদন করুন

ভারতীয় রেলে চাকরি করতে কে না চায়! বছরের নানান সময়েই নানান পদের জন্য নিয়োগ হয় ভারতীয় রেলে। এবার ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি-এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, ট্যুরিজমের কনসালটেন্ট পদে নিয়োগ করবে আইআরসিটিসি। কলকাতা ও গুয়াহাটিতে হবে কর্মস্থল। এই চাকরির জন্য অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যাবে। নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য এবার জেনে নেওয়া যাক।
বয়সসীমা
চলতি বছরের ২১ জুলাই অনুয়ায়ী আবেদনকারীদের বয়স ৬৪ বছরের বেশি হলে চলবে না।
যোগ্যতা
আবেদনকারীকে রেলের অবসরপ্রাপ্ত কর্মী অর্থাৎ সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার হতে হবে। এর পাশাপাশি ভারতীয় রেলের ইয়ার্ড ওয়ার্কিং এলএইচবি রেক মেনটেনেন্স, অপারেশনাল অ্যান্ড অ্যাক্সিডেন্ট নিয়মবিধি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে যাদের হাওড়া, শিয়ালদহ এবং সাঁতরাগাছিতে ইআর/ এসইআর এবং এনএফআর সম্পর্কিত কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপর পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের। ছয় মাসের জন্য এই পদে নিয়োগ করা হবে। দু’টি শূন্যপদে স্বল্প সময়ের নিয়োগ করছে আইআরসিটিসি।
কীভাবে আবেদন করবেন
বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী, আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র এবং অন্যান্য নথি পাঠাতে হবে একটি ঠিকানায়। সেই ঠিকানাটি হল- দ্য গ্রুপ জেনারেল ম্যানেজার, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিসম কর্পোরেশন লিমিটেড, 3, একতলা, কয়লাঘাট স্ট্রিট, কলকাতা ৭০০০০১। এছাড়াও সমস্ত নথি-সহ স্ক্যান করা আবেদনপত্র মেইল করতে হবে hrdkolkata@irctc.com এই ইমেল আইডিতে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১ জুলাই।