ফের ফিরল বিনিময় প্রথা! কাউন্টারে টমেটো দিলেই মিলছে ম’দের বোতল, কাতারে কাতারে সুরাপ্রেমীরা ছুটছে ম’দের দোকানে

প্রাচীনকালে বিনিময় প্রথা ছিল খুবই সাধারণ ও গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোনও জিনিসের বদলের কোনও জিনিস বা পরিষেবা দেওয়া, এটাই ছিল রীতি। সময়ের আবর্তনের ফলে এই প্রথা এখন অনেকটাই হ্রাস পেয়েছে। শহরে সেভাবে এই বিনিময় প্রথা লক্ষ্য করা যায় না বটে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এখনও অল্পস্বল্প এই প্রথা রয়ে গিয়েছে।
তবে সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে ফের এই বিনিময় প্রথা ঘটতেই দেখা গিয়েছে। বিনিময়ের মাধ্যমে কেনাবেচা হচ্ছে ম’দ। হ্যাঁ, ঠিকই পড়ছেন, ম’দের দোকানেই চলছে বিনিময় প্রথা। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
কী রয়েছে ওই ভিডিওতে?
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হাতে টমেটো নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি একটি ম’দের দোকানের কাউন্টারে দাঁড়িয়েছিলেন। এই টমেটোর বিনিময় ম’দ কেনার উদ্দেশ্য ছিল তার। তাকে যখন ওই ম’দের দোকানের কাউন্টারে প্রশ্ন করা হয় যে তিনি কী চান তো তিনি ম’দের কথা বলেন। তাকে ম’দের বোতল দেওয়ার পর ওই ব্যক্তিকে ম’দের বোতলের বিনিময় টাকা চাওয়া হয়।
সেই সময় ওই ভিডিওতে দেখা যায়, ম’দের দোকানের কাউন্টারে টমেটো নিয়ে আসা ব্যক্তি, তার হাতের টমেটোগুলি এগিয়ে দেন। ম’দের দোকানের কাউন্টারে থাকা ব্যক্তি বলেন, “আপনি টমেটোর বিনিময় ম’দ কিনতে চান”। এই কথা শুনে ওই ব্যক্তি হাসেন। এতে ম’দের দোকানের কাউন্টারে থাকা ব্যক্তিও তার টমেটোর বিনিময় ম’দ কেনার ইচ্ছার কথা বুঝতে পারেন । তিনিও টমেটোর পরিবর্তে ম’দ বিক্রি করতে রাজি হয়ে যান।
View this post on Instagram
আসলে, সাম্প্রতিক সময়ে টমেটোর দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর জেরে রিটেল বাজারেও টমেটোর চাহিদা কমেছে। এমনকি, বাজারেও টমেটোর সরবরাহ কমেছে। তবে ভাইরাল এই ভিডিও নেটিজেনদের বেশ হতবাক করেছে। এই ভিডিওতে ভিউ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। অনেকের মতেই, এমন বিনিময় প্রথা ফের চালু হলে ব্যাপারটা মন্দ হয় না!