বৃষ্টির দিনে ডেলিভারি বয়দের জন্য চা-সিঙ্গারা ও রেইনকোটের ব্যবস্থা যুবকের, অভিনব এক ভালোবাসার সাক্ষী থাকল নেটদুনিয়া, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে আমরা এখন অনেকেই অনলাইন খাবার অর্ডারের বশবর্তী। বাইরে যেতে ইচ্ছা করছে না, সেই কারণে ঘরে বসেই নিজের পছন্দমতো খাবার অর্ডার করে তা ঘরে বসেই উপভোগ করে করি আমরা। আর আমাদের সেই খাবার পৌঁছে দেন নানান ডেলিভারি বয়রা।
প্রবল গরমে হোক বা বৃষ্টির দিন, সবসময়ই সময়মত অর্ডার দেওয়া খাবার আমাদের দোরগোড়ায় এসে পৌঁছে দিয়ে যান ডেলিভারি বয়রা। জল জমা রাস্তা পেরিয়েও নিজেদের খিদের কথা না ভেবেই সঠিক সময়ে খাবার পৌঁছে দেন ডেলিভারি বয়রা। এবার বৃষ্টির দিনে ডেলিভারি বয়দের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুম্বইয়ের এক ভ্লগার সিদ্ধেশ লোকারে।
কীভাবে সাহায্য করলেন সিদ্ধেশ লোকারে?
ডেলিভারি বয়দের জন্য রাস্তার পাশে এক রিল্যাক্স স্টেশন বানালেন ওই ভ্লগার। আর সেই রিল্যাক্স স্টেশনে মিলছে চা, সিঙ্গারা। এমনকি বৃষ্টির দিনে রাস্তায় ঘোরার জন্য সেখানে মিলছে রেইন কোটও।
হঠাৎ এমন ভাবনা কীভাবে এল?
সিদ্ধেশ লোকারে জানিয়েছেন, পরিশ্রমী ফুড ডেলিভারি বয়দের কুর্ণিশ জানিয়েই তাঁর এই উদ্যোগ। আবহাওয়া যেমনই থাক, রাস্তা যেমনই হোক সময়মতো এরা খাবার পৌঁছে দেন ক্রেতাকে। অনেকে জীবনের ঝুঁকি নিয়েই খারাপ আবহাওয়ায় মোটরবাইক চালান। এই সাহসীকতাকে স্যালুট জানিয়েছেন সিদ্ধেশ। তাঁর এই সাহায্যের ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
কী দেখা যাচ্ছে ভিডিওতে?
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওত্তি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বাইয়ে রাস্তার ধারে পোস্টার হাতে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটর। সেখানে লেখা, “একটু বিশ্রাম নিয়ে নিন”। এমন অপ্রত্যাশিত ভালোবাসা দেখে ডেলিভারি বয়রাও অবাক। আবেগে চোখে জল দেখা গেল তাদের। সিদ্ধেশ কাউকে চা খাওয়াচ্ছেন তো কাউকে আবার সিঙারা দিচ্ছেন। এমন মহৎ উদ্যোগে সিদ্ধেশ হাজারও মানুষের বাহবা কুড়িয়েছেন।
View this post on Instagram
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভ্লগারের এহেন উদ্যোগে নেটিজেনরাও বেশ খুশি। সকলেই বলেছেন, খাবার ডেলিভারি করতে সামান্য দেরি হলে যেন কেউ ডেলিভারি বয়দের কটূক্তি না করেন। তারাও তো ঝড়বৃষ্টির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে খাবার পৌঁছে দেন সকলের কাছে।