ভাইরাল

শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ছেড়ে চলে এসেছিলেন! ব্যবসা করে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন শরওয়াত

অল্প বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল তাঁর। যথারীতি বিয়ের পর শুরু হয় স্বামীর নির্যাতন। জন্ম নেয় একটি কন্যা সন্তান। থাকতে না পেরে একসময় শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসেন।

বেঁচে থাকার তাগিদে শুরু করেন নিজের ব্যবসা। আজ তিনি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করেন। এই লড়াকু মহিলা মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা। নাম শরওয়াত গুলামকর বাঘওয়ান।

২০০০ সালে বিয়ে ভাঙার পর দুশ্চিন্তায় পরে গেছিলেন তাঁর বাড়ির লোক। পরিবারে টাকার উৎস ছিল বাড়ি বাড়ি খাবার সরবারহ থেকে উপার্জিত টাকা। সেই সময় এক কাকার সহায়তাতেই ঋণ নিয়ে ২০০৪ সালে মারিয়া বেকারস অ্যান্ড ফুডস বলে একটি খাবারের দোকান খোলেন তিনি। সেই দিনের ছোট্ট দোকানই এখন প্রতিষ্ঠিত।

এক সংবাদমাধ্যমকে শরওয়াত জানিয়েছেন, এখন তাঁর প্রতি মাসেই লক্ষাধিক টাকার বিক্রি হয় দোকানে। পাওয়া যায় নিজস্ব হেঁশেলে তৈরি প্রায় ২০ ধরনের বিস্কুট ও কেক। তবে সবচেয়ে জনপ্রিয় খাবারটি হল নানখাটাই। মূলত পাহাড়ি অঞ্চলের এই কুকি। এই কুকিটি প্রতি দিন গড়ে প্রায় ১৫ থেকে ২০ কেজি নানখাটাই তৈরি হয় তাঁর দোকানে।

Back to top button
%d bloggers like this: