নজিরবিহীন! নিজের জন্মদিনে গ্রাহকদেরই চকোলেট উপহার, জোম্যাটো ডেলিভারি বয়ের আন্তরিকতায় মুগ্ধ নেটবাসী

সকলের কাছেই নিজের জন্মদিনটা স্পেশাল। সেই দিনটা যে অন্যান্য সমস্ত দিনের থেকে আলাদা। আমাদের জন্মদিনে আমরা সকলেই উপহার পেতে ভালোবাসি। তবে এবার জোম্যাটোর এক ডেলিভারি বয় নিজের জন্মদিনে এমন এক কাজ করলেন, তা মুগ্ধ করল গোটা নেটদুনিয়াকে। নিজের জন্মদিনে সকল গ্রাহককে চকোলেট উপহার দিলেন তিনি।
ওই ডেলিভারি বয়ের নাম করণ আপটে। সম্প্রতি বছর তিরিশের ওই যুবকের জন্মদিন ছিল। আর নিজের জন্মদিনে এক নজিরবিহীন কাণ্ড ঘটালেন তিনি। নিজের জন্য নতুন জামা কেনার সঙ্গে সঙ্গেই সকলের জন্য চকোলেট নিয়ে হাজির হন ডেলিভারি বয়। সেইদিন তিনি যাদের যাদের খাবার ডেলিভারি করেছেন, তাদেরই খাবারের প্যাকেটের সঙ্গে একটি করে চকোলেট উপহার দেন করণ।
তাঁর এই কাণ্ডের কথা নেট দুনিয়াতে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। করণের এই ফেসবুক পোস্ট মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ায়। এই ডেলিভারি বয়ের কাজের প্রশংসা করেন নেটিজেনরা। কেউ কেউ লেখেন, “এর থেকে মিষ্টি আর কীই বা হতে পারে”। কেউ আবার লেখেন, “এত বড় মন সকলের হয় না”।
করণের এই ঘটনার কথা সামনে আসতেই জোম্যাটোর তরফে করণের জন্য জন্মদিনের কেক পাঠানো হয়। শুধুমাত্র ওই সংস্থাই নয়, চকোলেটের কোম্পানির তরফেও উপহার পাঠানো হয় করণের জন্য। করণ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন।