কলকাতা

চিংড়িহাটার পর এবার পার্ক সার্কাস! ভয়াবহ দুর্ঘটনা ভোররাতে, উল্টে গেল গাড়ি

দিনদিন যেন কলকাতা শহরে দুর্ঘটনা বেড়েই চলেছে। চিংড়িহাটার দুর্ঘটনার রেশ এখনও কাটে নি কলকাতাবাসীর মন থেকে। আর এরই মধ্যে ফের এক ভয়াবহ দুর্ঘটনা কলকাতাতেই। শনিবার ভোররাতে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টের দিকে যাওয়ার সময় উল্টে গেল একটি গাড়ি। ওই গাড়িতে তিনজন ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই সেখানে গিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে গাড়িতে থাকা তিনজনের আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।

শীতের ভোরে রাস্তা বেশ ফাঁকাই ছিল। জোরে এক শব্দ পেয়ে এলাকার লোকজন ছুটে গিয়ে দেখেন একটি প্রাইভেট গাড়ি উল্টে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রচণ্ড গতি নিয়ে ছুটছিল গাড়িটি। একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় সেটি। ভেতরে চালক-সহ মোট তিনজন ছিলেন বলে জানা গিয়েছে। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন বলেই দাবী করেছেন স্থানীয়রা। এই দুর্ঘটনা যদি ব্যস্ত সময়ে ঘটত, তাহলে আরও বড় বিপদ হতে পারত বলে মনে করছেন অনেকেই।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গাড়িটি কার, তা এখনও অবশ্য জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন যে আহতদের গাড়ি থেকে বের করার পরই পালিয়ে যান তারা। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।

বলে রাখি, গত বৃহস্পতিবার চিংড়িহাটায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন মোট আটজন। এদিন দুপুর ১টা নাগাদ নিকোপার্ক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল গাড়িটি। জানা গিয়েছে, বাইপাসে ওঠার আগেই গাড়িটি পথচারীদের ধাক্কা দিতে দিতেই যাচ্ছিল। এর জেরে ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে পথচারীরা।

পুলিশ নানাভাবে গাড়িটিকে আটকানোর চেষ্টা করে। গার্ডরেল দিয়ে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু গাড়িটি সেই গার্ডরেল ফেলে তা দুমড়েমুচড়ে দিয়ে তারপর থামে। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে গতকাল। সেই দুর্ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই ফের আজ ভোরে আরও এক দুর্ঘটনা খাস কলকাতাতেই।

Back to top button
%d bloggers like this: