কলকাতা

ভয়ংকর দুর্ঘটনার কবলে কুণাল ঘোষ, তৃণমূল নেতার গাড়িতে সজোরে ধাক্কা বাসের, রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা

ভয়ংকর দুর্ঘটনার কবলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কুণাল ঘোষের গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি বাস। আজ, শুক্রবার সকালে হলদিয়া যাচ্ছিলেন কুণাল। সেই সময় আচমকাই একটি বাস (bus) তাঁর গাড়িতে ধাক্কা মারে। তবে বিশেষ তেমন কোনও ক্ষত হয়নি কুণালের। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ এলাকায়।

এই দুর্ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক এক সংবাদমাধ্যমে জানান যে শিয়ালদহ স্টেশনের কাছে একটি বেসরকারি বাস অন্য বাসগুলিকে ওভারটেক করছিল। সেই সময়ই আচমকা তাঁর গাড়িতে ধাক্কা মারে বাসটি।

জানা গিয়েছে, গাড়িতে যেদিকে কুণাল বসেছিলেন সেদিকের কাচই ভেঙে গিয়েছে। এই প্রসঙ্গে কুণাল বলেন, “আমার কোনও চোট লাগেনি। হলদিয়ায় নির্ধারিত কর্মসূচি রয়েছে। তাই ওই গাড়িতেই লাল কাপড় বেঁধে রওনা দিয়েছি”।

এর পাশাপাশি কুণাল আরও জানান যে বাসের মালিক ও চালকের সম্পর্কে বিশদ তথ্য জানার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “বাসটিকে দীর্ঘ ক্ষণ আটকে না রেখে যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়, সে কথা জানিয়েছি। কারণ, বাসটিতে অফিসযাত্রীরা ছিলেন। ফলে আটকে রাখলে তাঁদের হয়রানি হত”।

Back to top button
%d