কলকাতা

কলকাতা সব থেকে নিরাপদ শহর! সত্যিই কি তাই? ঘুরে দেখলো ভারত স্কাউট অ্যান্ড গাইডস

আজ বিশ্ব শান্তি দিবস। গত মাসেই ভারতের নিরাপদতম শহর হিসাবে কলকাতাকে চিহ্নিত করেছে NCRB। এমনটাই জানাচ্ছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তবে এটা প্রথম বার নয়, এই নিয়ে দ্বিতীয়বার কলকাতা এই তকমা পেল। রিপোর্ট বলছে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেলেও ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর ছিল কল্লোলিনী তিলোত্তমাই। চার বছরের রেকর্ডে কলকাতা বরাবরই ভালো ফলাফল করেছে। প্রতি ১ লাখ জনসংখ্যায় কলকাতায় অপরাধ হয়েছে ১০৩.৪টি। গতবছরের তুলনায় এই সংখ্যাটা আরও কম। তবে ক্রমশ একের পর এক দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়ে কলকাতাবাসীর মনকে ক্রমশ নাড়া দিচ্ছে একটাই প্রশ্ন যে সত্যিই কি কলকাতা গোটা ভারতের মধ্যে নিরাপদতম শহর?

তাই সরাসরি ময়দানে নেমে পড়া। শান্তি বিরাজ করছে কি আমাদের রাতের শহরে? এইসব দেখতে এক নৈশ সাইকেল হাইকের আয়োজন করেছিল দ্য পার্ক ইনস্টিটিউশনের, ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর রোভার দল। অর্থাৎ রীতিমতো সার্ভে করা।

মকুল কুন্ডুর নেতৃত্বে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তর মধ্য কলকাতার প্রায় ৩০ কিলোমিটার রাস্তা ঘুরে বেড়ালো এই ২৫ জনের দলটি। সারা রাত তারা গোটা কলকাতা জুড়ে ভ্রমণ করলো সাইকেলে চেপে। আর সেই সঙ্গে স্থানে স্থানে কর্তব্যরত পুলিশদের সম্মানিত করলো ছোট ছোট উপহারের মাধ্যমে।

কেবলমাত্র নিরাপদ শহরই নয়, NCRB-র সমীক্ষা থেকে এটাও জানা গেলো যে রিপোর্ট বলছে ২০২১ সালে কলকাতায় কমেছে অপরাধের গড় পরিমাণও। আর শহরের এই সাফল্যের জন্য কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন নগরপাল বিনীত গোয়েল। আজকের এই বিশ্ব শান্তি দিবসে গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক এটাই কামনা।

Back to top button
%d bloggers like this: