নিউজ

‘আপনার সাহস হল কী করে?’, সাক্ষাৎকার নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় তোপ কুণালের

গত সোমবার এক বেসরকারি টিভি চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Ganguly)। সেখানে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজ্যে নিয়োগ দুর্নীতি ও আরও নানান বিষয়ে নিজের মতামত রেখেছিলেন তিনি। এই সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পর্কেও কথা বলেন তিনি। এবার সেই নিয়ে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

সাক্ষাৎকারে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে তিনি শুনেছেন মুখ্যমন্ত্রী প্রতিহিংসাপরায়ণ। তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতির উদ্দেশে কুণাল বলেন, “আপনার সাহস হল কী করে? শুনেছি বলে একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে একথা বলেন কী করে? কী প্রমাণ আছে? বাংলার মানুষের কাছে একজন বিচারপতির মুখ দিয়ে এই কথা চালিয়ে দেওয়া হচ্ছে। একজন বিচারপতির মুখ থেকে এই কথা বেরোয় কী করে”?

এখানেই শেষ নয়। কুণাল আরও বলেন, “জাস্টিস গাঙ্গুলি বলেছেন, অভিষেক (বন্দ্যোপাধ্যায়) যদি আমার নামে এই বলত তাহলে আমি এই করতাম। একজন বিচারপতির এত উইশলিস্ট? হতে পারে”?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে কুণালের উবাচ, “মমতা অভিষেক অনেক বড় ব্যাপার। আমি তুচ্ছ। আমি প্রতিবাদ করলাম। আপনার যা ক্ষমতা আছে আপনি করে নিন”।

শুধু তাই-ই নয়, সাক্ষাৎকার দেওয়া নিয়েও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেছেন কুণাল। তিনি বলেন, “আমার সিনেমা দেখতে খুব ভাল লাগে। জলি এলএলবি-১ দেখেছিলাম। ভাল লেগেছিল। জলি এলএলবি-২ দেখেছিলাম। সেটা আরও ভাল লেগেছিল। শুনছিলাম জলি এলএলবি-৩ থ্রি আসছে। আগ্রহ ছিল। আর কোনও আগ্রহই নেই। যা দেখার গতকাল দেখে নিয়েছি”।

Back to top button
%d bloggers like this: