কলকাতা

ডেঙ্গি রুখতে তৎপর পুরসভা, বাড়িতে জমা জলে ডেঙ্গির মশা জন্মালেই গুনতে হবে লক্ষ টাকার জরিমানা, সাবধান হোন এখনই

বারবার সাবধান করার পরও কাজ হয়নি। সেই বাড়ির আশেপাশে, টবের মধ্যে বা ভাঙা আসবাবপত্রে জমা জল থেকেই যায়। আর সেই জমা জলে জন্ম নেয় ডেঙ্গির মশা। এবার এমন বাসিন্দাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে কলকাতা পুরসভা। তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের হবে আর দোষী সাব্যস্ত হলেই নেওয়া হবে এক লক্ষ টাকার জরিমানা। গত পাঁচ মাসে এমন ৩৫ জনকে জরিমানা করা হয়েছে।

গতকাল, সোমবারই বর্ষা প্রবেশ করেছে বঙ্গে। সেই কারণে এবার বাড়িতে জমা জল ঠেকাতে তৎপর পুরসভার আধিকারিকরা। সময়ের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস ইজিপ্টাই চরিত্র বদলেছে। আগে এডিস মশা পরিষ্কার জলে ডিম পাড়ত। বাড়ির আনাচে কানাচে, পরিত্যক্ত পাত্রে জমে থাকা জলে জন্ম হত এডিস মশার।

কিন্তু এখন নোংরা জলেও জন্মাচ্ছে এডিস মশা। আর বিপদটা সেখানেই। অনেকেই বাড়ির চারপাশ পরিষ্কার রাখেন না। শহর কলকাতায় কিছু বাড়িতে আবার খোলা ড্রেনও রয়েছে। নালার জমে থাকা জল এখন এডিসের বংশবিস্তারের জায়গা। বারবার বাসিন্দাদের সতর্ক করছে পুরসভা। নিয়ম না মানা হলে কড়া ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।

শহর কলকাতায় অনেক তালাবন্ধ বাড়ি রয়েছে। বাড়ির মালিক হয়ত প্রবাসে থাকেন। এমন বন্ধ বাড়িতে টবের মধ্যে না ছাদে জল জমে মশার উৎপাত লেগেই থাকে। আর প্রতিবেশীরা অনধিকার প্রবেশ করতেও পারেন না। মেয়র পরিষদ অতীন ঘোষ জানিয়েছেন, এমন তালাবন্ধ বাড়িতে মশার উৎপাত দেখা গেলে, স্থানীয় পুলিশের সাহায্য নিয়ে তালা ভেঙে ওই বাড়ি বা ফ্ল্যাটে ঢোকা হবে।

বর্ষার প্রাক্কালে ১৪৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে কলকাতা পুরসভা। কোথাও যদি আবর্জনা জমে থাকে, তাহলে তা নিয়ে পুরসভার তরফে সতর্ক করা হবে। তারপরও যদি কোনও বাসিন্দা কথা না শোনেন, তাহলে ৪৯৬ এ ধারায় নোটিশ পাঠানো হবে তাঁকে বা তাদের। আর তাতেও কাজ না হলে কলকাতা পুরসভা মামলা করবে ম্যাজিস্ট্রেট কোর্টে। উভয় পক্ষকেই মামলা চলাকালীন উপস্থিত থাকতে হবে আদালতে। দোষী সাব্যস্ত হলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে বলে জানা গিয়েছে।

Back to top button
%d bloggers like this: