‘পুলিশ দালালি করছে’, টেট আন্দোলন নিয়ে বিক্ষোভ বামেদের, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হল মীনাক্ষীকে

গতকাল, বৃহস্পতিবার মাঝরাতে অভিযান চালিয়ে করুণাময়ী চত্বর থেকে পুলিশ হটিয়ে দেয় টেট আন্দোলনকারীদের (TET protesters)। এ নিয়ে বিরোধীরা তোপ দেগেছে। এর জেরে আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। আজ, শুক্রবার বেলা গড়াতেই সল্টলেক সিটি সেন্টার (City Center) চত্বরে এ নিয়ে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুবরা। ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee), কলতান দাশগুপ্তের (Kaltan Dashgupta) মতো বাম নেতা-নেত্রীরা।
এদিন পুলিশের সঙ্গে একপ্রস্থ ধস্তাধস্তিও হয় বাম ছাত্র-যুবদের। পুলিশের গতরাতের ভূমিকার প্রতিবাদে এদিন মিছিলের ডাক দিয়েছিল এসএফআই-ডিওয়াইএফআই। কিন্তু সিটি সেন্টার চত্বরের কাছে তাঁদের আটকে দেয় পুলিশ। আর এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মীনাক্ষীরা। মহিলা পুলিশকর্মীদের ডেকে এনে মীনাক্ষীকে টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করা হয়।
এদিন পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করে মীনাক্ষী বলেন, “দালালি করছে পুলিশ। পুলিশ সাবধান হোক। আমরা বলেছি পুলিশের আধিকারিক আসুন। এসে কথা বলুন। পয়সা নিয়ে, সাদা খাতা জমা নিয়ে এই সরকার চাকরি দিয়েছে। এর প্রতিবাদ এ রাজ্যে হবেই। ওরা যদি প্রতিবাদ করতে না দেয়, ওরা ভুল করছে। পুলিশের যিনি দায়িত্বে আছেন, তিনি আসুন, ১৪৪ ধারা দেখিয়ে দিক। আমরা ১৪৪ ধারা লঙ্ঘণ করব না। এখানে কি ১৪৪ ধারা? নয় তো”।
শুধু তাই-ই নয়। এর পাশাপাশি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কলতান দাশগুপ্তও। তিনি বলেন, “এটাই তৃণমূলের বাহিনী। তৃণমূল গর্তে লুকিয়েছে, পুলিশকে ব্যবহার করে আন্দোলন ভাঙতে চাইছে। এই আন্দোলন ভাঙবে না। তৃণমূলকে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে”।
মীনাক্ষীকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা রাস্তার উপরেই শুয়ে পড়েন। মীনাক্ষী, কলতানদের টেনে নিয়ে যেতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। শেষ পর্যন্ত যদিও পুলিশ মীনাক্ষীকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে।