দেশ

দু’দিন আগে ২০০ টাকা কমার পর এবার ফের দাম কমল রান্নার গ্যাসের, চওড়া হাসি আমজনতার মুখে

ফের একবার কমল রান্নার গ্যাসের দাম। দু’দিন আগেই এক ধাক্কায় গৃহস্থালির রান্নার গ্যাসের দাম কমানো হয়েছিল ২০০ টাকা। এবার ফের একবার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ফের গ্যাসের দাম কমল দেড়শো টাকা।

জানা গিয়েছে, তেল সংস্থাগুলি প্রতি সিলিন্ডার পিছু ১৫৭.৫০ টাকা করে দাম কমিয়েছে। এই কারণেই বড়সড় স্বস্তি পেলেন হোটেল ব্যবসায়ীরা। দাম কমল বাণিজ্যিক সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের। গত ৪ জুলাই শেষবার দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সেই দামই কমল কিছুটা।

এই দাম কমার ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এসে দাঁড়াল ১৬৩৬ টাকা। অন্যদিকে, দিল্লিতে এখন বাণিজ্যিক সিলিন্ডারের দাম দাঁড়াল ১৫২২.৫০ টাকা। চেন্নাইতে এই সিলিন্ডারের দাম ১৬৯৫ টাকা। আর মুম্বইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৪৮২ টাকা।

প্রসঙ্গত, রাখির দিনই দেশবাসীকে বড় স্বস্তি দিয়েছে মোদী সরকার। গৃহস্থালির গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা কমানো হয়েছে। এর পাশাপাশি উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সিলিন্ডারের ভর্তুকিতে বাড়ানো হয় ২০০ টাকা। অর্থাৎ উজ্জ্বল প্রকল্পের আওতায় সিলিন্ডার পিছু ৪০০ টাকা ভর্তুকি পাবেন গ্রাহকরা এবার থেকে।

Back to top button
%d bloggers like this: