ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে? এখনও করেন নি এই কাজ? এখনই করে ফেলুন, নাহলেই বড় সর্বনাশ

দিনদিন অনলাইন প্রতারণা বেড়েই চলেছে। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার, টেলিগ্রাম নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেই অহরহ হচ্ছে নানান স্ক্যাম। সম্প্রতি জামনগর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম পুলিশ। এরা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার কাজে যুক্ত ছিল।
হ্যাকারদের থেকে পুলিশ জানতে পেরেছে, তারা এমন সব অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, যাদের পাসওয়ার্ড শক্তিশালী নয়। এরপর সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তাদের বন্ধু তালিকার লোকেদের সঙ্গে যোগাযোগ করে এবং টাকা চায়।
এবিষয়ে জানার পর থেকে পুলিশ ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার জন্য আবেদন করেছে। অর্থাৎ পাসওয়ার্ড এমন করুন যাতে হ্যাক করা কঠিন। এমন পাসওয়ার্ড ব্যবহার করুন যাতে সংখ্যা থেকে শুরু করে, অক্ষরকে বিভিন্নভাবে ব্যবহার করা থাকবে।
India Today-র রিপোর্ট অনুসারে, স্ক্যামাররা ৪৫ বছরের বেশি বয়সী লোকদের টার্গেট করছে। কারণ এই বয়সি লোকেরা তাদের পাসওয়ার্ড ইত্যাদির দিকে মনোযোগ দেয় না এবং কোনও সাধারণ পাসওয়ার্ড সেট করে। হ্যাকাররা এই পাসওয়ার্ড ক্র্যাক করে অ্যাকাউন্ট রিসেট করে। অ্যাকাউন্ট রিসেট করার সময়, ফেসবুক বন্ধ বন্ধুদের পাসওয়ার্ড পাঠায়। একবার ওটিপি পেয়ে গেলেই, হ্যাকাররা অ্যাকাউন্টটি দখল করে নেয় এবং তারপরে সবাইকে মেসেজ করে তাদের থেকে টাকা চেয়ে নেয়।
এই ধরনের স্ক্যাম এড়াতে, আপনার সমস্ত ডিজিটাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড শক্তিশালী করুন এবং কোনও অজানা নম্বর, মেসেজ, কল বা লিঙ্ক ইত্যাদির উত্তর দেবেন না। এমনকি যদি কোনও রকম পরিবর্তন লক্ষ্য করেন, তাহলে সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পাল্টে ফেলতে হবে।