ভোটের এক সপ্তাহ আগে ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়, আইএসএফ প্রার্থীর লেখা দেওয়ালে বোমা, অভিযোগ তৃণমূলের দিকে

পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি। আর এরই মধ্যে তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে ফের উত্তপ্ত হল ভাঙড়। ফের বোমাবাজি ভাঙড়ে। দুই রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে অশান্তির জেরে উত্তেজনা ছড়াল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার ভগবান অঞ্চলে।
ভাঙড়ের আইএসএফ প্রার্থীর অভিযোগ, তাঁর দেওয়াল লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে। আর এই কাজ করেছে তৃণমূল কর্মী-সমর্থকরা। এই বোমাবাজিকে কেন্দ্র করে আজ, শনিবার উত্তেজনা ছড়ায় ভাঙড়ের ভগবান অঞ্চলে।
তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তোলেন আইএসএফ কর্মী-সমর্থকরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কথা বলেন পথ অবরোধকারীদের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। পথ অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। নতুন করে যাতে আর কোনও অশান্তি তৈরি না হয়, সেই কারণে ভগবান অঞ্চলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।