রাজ্য

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের একাধিক, রাস্তায় বেরোনোর আগে ছাতা সঙ্গে রাখুন

আজ, শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে এই ভ্যাপসা গরম, এরও মাঝে মাঝে আবার বৃষ্টি, এমন আবহাওয়ার জেরে শিশুরা তো বটেই, সর্দি-কাশিতে ভুগছেন বয়স্করাও।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শনিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা বাড়বে।

জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের তিন-চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগণাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজস্থান থেকে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে।

Back to top button
%d bloggers like this: