রাজ্য

উত্তরবঙ্গে বিজেপির ডাকা বন্‌ধে উত্তেজনা, বাস ভাঙচুর কোচবিহারে, বিজেপি-তৃণমূল সংঘর্ষ জলপাইগুড়িতে, তৎপর প্রশাসন

কালিয়াগঞ্জে জোড়া মৃত্যুর জেরে আজ, শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্‌ধ ডেকেছে বিজেপি। বন্‌ধ সফল করতে এদিন সকাল থেকেই রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। বালুরঘাট থেকে শুরু করে রায়গঞ্জ, মালদহ সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় পিকেটিং চলছে। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

তবে এই বন্‌ধকে কেন্দ্র করে এদিন সকালে বেশ উত্তেজনা ছড়ায় কোচবিহারে। বিজেপির অবরোধ তুলতে গেলে বাঁধে গোল। তৃণমূল কর্মীরা বাঁশ নিয়ে তেড়ে যায় বিজেপি কর্মীদের দিকে। কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। এদিন কোচবিহার থেকে আলিপুরদুয়ারগামী একটি সরকারি ঢিল ছুঁড়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

গত সপ্তাহে কালিয়াগঞ্জে নাবালিকা ছাত্রীকে ধ’র্ষ’ণ করে খু’ন করার অভিযোগ ওঠে। তা নিতে উত্তেজনা ছড়ায় গোটা রাজ্যেই। এরই মধ্যে গত বুধবার রাতে কালিয়াগঞ্জে বিজেপি কর্মীর মৃত্যু হয় পুলিশের গুলিতে। এই দুই ঘটনার প্রতিবাদে আজ, শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বন্‌ধে ডাক দিয়েছে বিজেপি। সেখানে বেসরকারি কোনও বাস চলছে না।

তবে রাস্তায় সরকারি বাস রয়েছে। এদিন সকাল থেকে বন্‌ধ সফল করতে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে করা হয় পিকেটিং করা হচ্ছে। পিকেটিংয়ে উপস্থিত ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, প্রাক্তন জেলা সভাপতি শুভেন্দু সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। বন্‌ধকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে গুরুত্বপূর্ণ জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিন সকাল থেকেই সরকারি বাসস্ট্যান্ডের সামনে বিজেপির পিকেটিং থাকলেও এখনও পর্যন্ত কোন বাসস্ট্যান্ড থেকে ছাড়েনি। এদিকে বনধের দিন সকাল থেকেই বালুরঘাট শহরের আংশিক দোকানপাট খোলা রয়েছে বালুঘাটের বিভিন্ন বাজারে। সকাল থেকেই বেশ কিছু দোকানপাট খোলা রয়েছে বটে।

অন্যদিকে, মালদা জেলার বিজেপির কর্মী, সমর্থকরা শহরের রথবাড়ি মোড়, মঙ্গলবাড়ী মোড়, সাহাপুর, ডিস্কো মোড় সহ আরও একাধিক জায়গায় ইতিমধ্যেই পথ অবরোধ করেছে। জাতীয় সড়কে বসে পথ অবরোধ করছেন কর্মীরা। মালদহে বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি আজ। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহণ বাসস্ট্যান্ডেও একই চিত্রই দেখা গিয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন দেখার।

Back to top button
%d bloggers like this: