রাজ্য

সারারাত বোমাবাজি গড়িয়ায়, সকালে রাস্তা থেকে উদ্ধার তিনটি তাজা বোমা, পঞ্চায়েত নির্বাচনের আগে একের পর এক আতঙ্ক রাজ্যে

মাঝরাতে গড়িয়ার নবপল্লী এলাকায় বোমাবাজি। আজ, মঙ্গলবার সকালে রাস্তা থেকে উদ্ধার হল তিনটি তাজা বোমা।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এর আগেই রাজ্যের নানান প্রান্ত থেকে একের পর এক অশান্তির খবর প্রকাশ্যে আসছে। বোমাবাজির ঘটনাও ঘটছে। জানা গিয়েছে, গতকাল, সোমবার গভীর রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন ঢালুয়া নবপল্লী এলাকার বাসিন্দারা বিকট শব্দ পান।

প্রথমে বিষয়টা বুঝতে পারেননি স্থানীয়রা। তারা ভেবেছিলেন হয়ত ফুটবল বিশ্বকাপের ফলাফলের জন্য বাজি ফাটানো হচ্ছে। কিন্তু মঙ্গলবার সকাল হতেই বিষয়টা স্পষ্ট হয়। রাস্তার উপর থেকে তিনটি তাজা বোমা উদ্ধার হয়।

সঙ্গে সঙ্গে খবর যায় নরেন্দ্রপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করে। পুলিশকে সামনে পেয়ে নানান অভিযোগ জানান স্থানীয়রা। এলাকাবাসীরা জানান, গড়িয়া এলাকায় দিনদিন দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছে। কিছুদিন আগেই খেয়াদার শান্তিপার্ক এলাকায় শিশুদের লক্ষ্য করেই বোমাবাজির অভিযোগ ওঠে। কড়া পদক্ষেপের দাবী তোলেন স্থানীয়রা।  

বলে রাখি, কিছুদিন আগেই উত্তর ২৪ পরগণার বাসুদেবপুর থানার কাউগাছি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়। ওইদিনই ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো নিয়ে এলাকায় বোমাবাজি হয়। আবার বীরভূম ও কেশপুর থেকেও সম্প্রতি উদ্ধার হয়েছে বোমা।

Back to top button
%d bloggers like this: