রাজ্য

এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে গরুপাচার মামলার যোগ! পার্থ ঘনিষ্ঠ মধ্যস্থতাকারী ধৃত প্রসন্ন সিংয়ের স্ত্রী ও ভাইকে তলব সিবিআইয়ের

এবার এসএসসি নিয়োগ দুর্নীতির সঙ্গে গরু পাচার মামলার যোগ পেল সিবিআই। এই রহস্য সমাধানে এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মধ্যস্থতাকারী ধৃত প্রসন্ন সিংয়ের স্ত্রী ও ভাইকে তলব করল সিবিআই।

গরুপাচার মামলার তদন্ত নেমে একাধিক কোম্পানির হদিশ পায় সিবিআই। তদন্তকারীদের দাবী, সেই সমস্ত কোম্পানির সঙ্গে এসএসসি দুর্নীতিতে গ্রেফতার মধ্যস্থতাকারী প্রসন্ন রায়ের স্ত্রী ও ভাইও যুক্ত। এর কারণে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে রহস্যের কিনারা করা যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

বলে রাখি, গত জুলাই মাসের শেষের দিকে এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি গ্রেফতার করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়। তাঁর দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০ কোটি টাকা, প্রচুর সোনার গয়না, বিদেশি মুদ্রা।

এরপর সিবিআইয়ের হাতে আটক হয় নিয়োগ দুর্নীতিতে জড়িত একের পর এক অভিযুক্ত। শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করে মধ্যস্থতাকারী প্রদীপ সিং নামে এক ব্যক্তির খোঁজ মেলে। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে প্রসন্ন সিং নামে পার্থ ঘনিষ্ঠ এক মধ্যস্থতাকারীর খোঁজ পায় সিবিআই। তাকেও নিজেদের জালে আটক করেন তদন্তকারীরা।

প্রসন্নর উত্থান দেখে অবাক হয়ে যান সিবিআই আধিকারিকরা। রঙের মিস্ত্রি থেকে শিল্পপতি হয়েছিলেন প্রসন্ন। হাওড়ার গাদিয়াড়ার পাশাপাশি সুন্দরবনে ৫০ কোটি টাকার দু’টি হোটেলের মালিক প্রসন্ন। দ্বিতীয় বিয়ের পর স্ত্রীকে ওই হোটেলদুটি উপহার দেন তিনি।

এখানেই শেষ নয়, সুন্দরবনে পর্যটন ব‌্যবসা আরও জমানোর জন‌্য তিনটি বিলাসবহুল জলযানও কিনেছিলেন প্রসন্ন। এইসব তথ‌্যই সিবিআই ও ইডির কাছে পৌঁছেছে। সুন্দরবনের দয়াপুরে প্রায় ১৬ বিঘা জমির উপর অবস্থিত হোটেল দু’টি। এই হোটেল দু’টিতে প্রায় তিনশোর বেশি ঘর আছে। প্রায় প্রতিটি ঘরই শীতাতপ নিয়ন্ত্রিত। এছাড়াও, আরও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে প্রসন্নর।

Back to top button
%d bloggers like this: