WB Election 2021: নিরাপত্তা এবার হবে আরও কড়া! আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী

একুশের বিধানসভা নির্বাচনে যে বেশ বড় রকমের ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তা বেশ স্পষ্ট। এই কারণেই এই এই নির্বাচনের গুরুত্বের কথা মাথায় রেখেই রাজ্যে আরও কড়াকড়ি হবে নিরাপত্তার ক্ষেত্রে। আগামী সপ্তাহের মধ্যেই রাজ্যে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানানো হল নির্বাচন কমিশনের তরফে।
সূত্রের খবর অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচনে নিরাপত্তা সুনিশ্চিত করতে দিল্লির তরফে ৬০ কোম্পানি সিআরপিএফ পাঠানোর কথা বলা হয়েছে। এছাড়াও সিসিএসএফ, আইটিবিপি, এসএসবি, বিএসএফ-সহ মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে রাজ্যে, এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে।
তবে করোনা পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। এই কারণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন্দ্র। রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে যাতে করোনার সমস্ত নির্দেশিকা মেনেই কেন্দ্রীয় বাহিনীর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। এও জানা গিয়েছে যে, নির্বাচনের সময় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তরে আলোচনা করতে কেন্দ্রীয় বাহিনীর নোডাল আধিকারিকের সঙ্গে বৈঠক করবে রাজ্য সরকার। এই দুই পক্ষের যৌথ আলোচনার ভিত্তিতেই স্থির করা হবে যে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বা মোতায়েন করা হবে।
এদিকে জানা যাচ্ছে, রাজ্যে পৌঁছনোর পরদিন থেকেই নানান এলাকায় রুটমার্চ শুরু করবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। বিধানসভা নির্বাচনে নিরাপত্তা প্রদানের মতো গুরুদায়িত্ব নেওয়ার আগে সব এলাকা ভালো করা চিনে নিতে ও রাজ্যবাসীর মনে যাতে কেন্দ্রীয় বাহিনিনিএ কোনও সংশয় না থাকে, তা নিশ্চিত করতে ই এই রুটমার্চ।
এছাড়া, এও জানা গিয়েছে যে আগামী নির্বাচনে বাড়তে পাড়ে পর্যবেক্ষক সংখ্যাও। ২০১৬ সালের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে ২৫ শতাংশ পর্যবেক্ষক বাড়তে পারে। নির্বাচন কমিশন সূত্রে তা জানানো হয়েছে।