‘হাফ মা’র্ডা’র, ফুল মা’র্ডা’র করা হয়’, ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষ খু’নের সুপারি, অস্ত্র-সহ গ্রেফতার বুলেট

মনে আছে ব্যোমকেশ বক্সীর সেই ‘পথের কাঁটা’ গল্পের কথা। সেখানে এক বিজ্ঞাপনকে কেন্দ্র করে দানা বেঁধেছিল রহস্য। ‘যদি কেউ পথের কাঁটা সরাতে চান…’, এমন বিজ্ঞাপনদাতাকেই হাতেনাতে পাকড়াও করেছিলেন সত্যান্বেষী। এবার বাস্তবেও তেমনই এক বিজ্ঞাপনে সাড়া ফেলে দিল গোটা এলাকায়। মানুষ খু’ন করার জন্য রীতিমতো ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছিল প্রচার। তা প্রকাশ্যে আসতেই পুলিশের জালে আটক এক যুবক।
কী ঘটেছে গোটা ঘটনাটি?
বাড়িতে বসেই অর্ডার করলেই হল। যেন জিনিসপত্র বেচাকেনা। খুব সম্প্রতি প্রকাশ্যে আসে এমনই এক বিজ্ঞাপন, যেখানে জানা যায় মানুষ খু’ন করার জন্য অর্ডার নেওয়া হয়। ভিজিটিং কার্ডে বড় বড় হরফে লেখা হাফ মার্ডার ও ফুল মার্ডার করা হয়। যোগাযোগের জন্য দেওয়া রয়েছে মোবাইল ফোন নম্বরও। এই ঘটনায় শোরগোল পড়ে যায় ক্যানিংয়ে। তৎপর হয় পুলিশ প্রশাসন।
এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। চলে চিরুনি তল্লাশি। এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত মোরসেলিম মোল্লাকে। তার ডাকনাম বুলেট। তার বাড়ি থেকে উদ্ধার হয় ওই ভিজিটিং কার্ড, একটি বন্দুক ও দু’রাউন্ড কার্তুজ। গতকাল, মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করলে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে গত বছর আগস্ট মাসে গ্রেফতার করা হয়েছিল বুলেটকে। এক বছর আগে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্য-সহ তিন জনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ভাগ্নে এই যুবক। ওই খুনের তদন্তে নেমে পুলিশ বুলেটকে গ্রেফতার করেছিল। কিন্তু তখন সে নাবালক হওয়ায় জামিন পেয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবী, ছাড়া পাওয়ার পর থেকেই কার্যত এলাকার মানুষকে বন্দুক উঁচিয়ে ভয় দেখাত অভিযুক্ত। কয়েক দিন ধরে এলাকার যে সব মানুষ জমি-বাড়ি নিয়ে সমস্যায় আছেন, যাদের শত্রুর সংখ্যা বেশি, কিন্তু নিজেরা কোনও গোলমালে জড়াতে ভয় পান, এমন লোকজন বেছে তাঁদের হাতে নিজের বিজ্ঞাপনটি ধরাতে শুরু করেছিল বুলেট। বুলেটের কথায়, “ইচ্ছে হয়েছে, তাই কার্ড ছাপিয়েছি। কাজের প্রচারের জন্য”।
কী জানাচ্ছে পুলিশ?
পুলিশের দাবী, জেরায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছে বুলেট। এসডিপিও ক্যানিং দিবাকর দাস বলেন, “এ ধরনের কোনও ঘটনা সে আগে করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে এই ভিজ়িটিং কার্ড, পোস্টার ছাপানো হল, তার খোঁজ চলছে”। জানা গিয়েছে, বুলেট মানুষকে খু’নের হুমকি দিত। কিন্তু তাদের কারোর প্রতিবাদের সাহস ছিল না বলে জানিয়েছেন এলাকাবাসী।